গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ স্মারক নং - ০৭.১০১.০২০.০০.০০১.২ ০০৯.১৩৯ বিষয়: বিদেশ ভ্রমণ স্থগিত করণ সূত্র: ১। ...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ
স্মারক নং - ০৭.১০১.০২০.০০.০০১.২ ০০৯.১৩৯
বিষয়: বিদেশ ভ্রমণ স্থগিত করণ
সূত্র: ১। পরিপত্র নং - ০৭.১৫৬.০২৬.০০.০১. ২০০৪ অংশে -২ -৪০৩ তারিখ -১২ মে ২০২২
২। স্মারক নং - ০৭.১০১.০২০.০০.০০১.২ ০০৯-৮৩ তারিখ:-১৯ সেপ্টেম্বর ২০২২
উপর্যুক্ত বিষয়ের সূত্রাক্ত পরিপত্র ও স্মারকপত্রের অনুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে, বর্তমান বৈদেশিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালক উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়/ বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর/ পরিদপ্তর/ দপ্তর, সাহিত্য শাসিত/ আধা স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং সাহিত্য কোম্পানিসমূহের সকল পর্যায়ের কর্মকর্তাদের সকল প্রকার বিদেশ ভ্রমণ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া, সাহিত্য শাসিত/ আধা স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি সমূহ নিজস্ব অর্থায়নে ও সকল প্রকার বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে নিন্মে বর্ণিত উদ্দেশ্য সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বিদেশ ভ্রমণ করা যাবে।
ক। বৈদেশিক সরকার/ উন্নয়ন সহযোগী/ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে প্রদত্ত স্কলার্শিপ/ ফেলোশিপ এর আওতাধীন মাস্টার্স ও পিএইচডি কোর্স অধ্যায়ন এবং
খ। বৈদেশিক সরকার/ প্রতিষঠান/ উন্নয়ন সহযোগী আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বিশেষায়িত/ পেশাগত প্রশিক্ষণ/ সেমিনারে অংশগ্রহণ।
বিতরণ:
১। মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
২। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও ঢাকা
৩। বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, কাকরাইল, ঢাকা
৪। সিনিয়র সচিব/ সচিব,........................................
৫। জাতীয় কর্মসূচি পরিচালক, অতিরিক্ত সচিব, এস পি এস এম এস কর্মসূচি, অর্থ বিভাগ
৬। হিসাব মহানিয়ন্ত্রক, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা
৭।কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা
বিদেশ ভ্রমণ স্থগিতকরণ নির্দেশনা ২০২২ নিচের জরুরি উদ্দেশ্য ব্যতীত ভ্রমণ করা যাবে না
Abroad Travel Suspension directive 2022 no travel except for the following urgent purposes
ক. বৈদেশিক সরকার/ প্রতিষ্ঠান/ উন্নয়ন সহযোগী/ বিশ্ববিদ্যালয়ের সম্পন্ন অর্থায়নে প্রদত্ত স্কলার্শিপ/ ফেলোশিপ- এর আওতাধীন মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যায়ন; এবং
খ. বৈদেশিক সরকার/ প্রতিষ্ঠান/ উন্নয়ন সহযোগী আমন্ত্রণে অসম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ/ সেমিনারে অংশগ্রহণ।
সরকারি ক্রয় কাজে বিদেশ ভ্রমণ করা যাবে?
Can you travel abroad for government procurement work?
না, যাবেনা। বৈদেশিক সরকার/ প্রতিষ্ঠান/ উন্নয়ন সহযোগী আমন্ত্রণে অসম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ/ সেমিনারে অংশগ্রহণ।
এছাড়া, সাহিত্য শাসিত/ আধা স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রায়ত্ব কোম্পানিসমূহের নিজস্ব অর্থায়নে ও সকল প্রকার বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে বিশেষ উদ্দেশ্য সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিদেশ ভ্রমণ করা যাবে।
সরকারি অর্থ সাশ্রয় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
সকল প্রকার বিদেশ ভ্রমণ বন্ধ। বিদেশ ভ্রমণ স্থগিতকরণ নির্দেশনা ২০২২
A ban has been imposed in foreign travel to save government money All foreign travel has prohibited. Foreign travel suspension directive 2022
ফেলোশিপ পিএইচডি ইত্যাদি কাজে বিদেশ ভ্রমণ করা যাবে - সরকারি অর্থা অপব্যবহারের কোনক্রমেই অযথা গ্রহণ করা যাবে না- বিদেশ ভ্রমণ স্থগিতকরণ নির্দেশনা ২০২২
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালিত উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়/ বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠান আওতাধীন পরিদপ্তর/ দপ্তর, সাহিত্য শাসিত/ আধা স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রসমূহের সকল পর্যায়ের কর্মকর্তাদের সকল প্রকার বিদেশ ভ্রমণ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকিবে।
COMMENTS