আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন, চেক করবেন যেভাবে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে, আপনি নিজেও জানেন না। এখন বাংলাদেশে হাটে বা...
আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন, চেক করবেন যেভাবে
আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে, আপনি নিজেও জানেন না। এখন বাংলাদেশে হাটে বাজারে পাড়ায়-মহল্লায় দোকানে দোকানে সিম কিনতে পাওয়া যায় । একটি সিম হারিয়ে গেলে ওটাকে না উঠিয়ে আপনি পুনরায় আরেকটি সিম কিনেন। বাংলাদেশ নিয়ম অনুযায়ী আপনি ক্রয় করতে পারবেন ১৫ টি সিম। এর অধিক হয়ে গেলে আপনি আর সিম ক্রয় করতে পারবেন না। তাই আপনার জানা দরকার আপনি কয়টি সিম ব্যবহার করছেন, আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে আপনি এ পর্যন্ত কয়টি সিম ক্রয় করেছেন।
আপনি হয়তো জানেনই না, আপনার নামের সিম অন্য কেউ ব্যবহার করছে আপনার নামের সিম যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনি যেকোন সময় যেকোন ধরনের বিপদে পড়তে পারেন। কারণ সিম দিয়ে যদি কেউ অকারনস করে তাহলে এটার দায়ভার আপনাকে নিতে হবে। কারণ এই সিমটি আপনার নামে নিবন্ধিত আছে এবং এই সিমটি সম্পর্কে সকল তথ্য সরকারের কাছে রয়েছে যে এই সিমটি কার নামে রেজিস্ট্রেশন কি ঠিকানা।
আর দেরি না করে আপনি এখনি জেনে নিন আপনার নামে কয়টি নিবন্ধিত সিম রয়েছে? আপনি যে সিমটি ব্যবহার করছেন, সেটি বাদে আর বাদ বাকি সিম আপনি বন্ধ করে দিন। আপনি যে কোম্পানির সিম ব্যবহার করে থাকেন না কেন আপনি অফিসে গিয়ে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনি আপনার সংযোগটি বিচ্ছিন্ন করতে পারেন । আর যদি সিমের রেজিস্ট্রেশন বাদ দিতে চান তাহলে আপনাকে অফিসে যেতে হবে।
এখন জানতে হবে আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করবেন কোন কোম্পানির সিম ব্যবহার করবেন না সকল কম্পানি মোটামুটি সমান সুবিধা দিয়ে থাকেন তার ভিতরে নেটওয়ার্কের কিছু কিছু ব্যাপার থাকে আমরা চাকুরীর ক্ষেত্রে হলে চাকুরীজীবি হলে টেলিটক সিমের কথা বলব টেলিটক আমাদের বাংলাদেশের সিম টেলিটক এর উপরে নির্ভরশীল হওয়া ভালো এখন টেলিটকে ভালো সার্ভিস পাওয়া যায় চাকুরীর ক্ষেত্রে আবেদন করতে গেলে টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হয় টেলিটক সিমের মাধ্যমে রিচার্জ করতে হয়।
আপনার বর্তমানে ব্যবহৃত যেকোনো গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন। সেজন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এই নম্বরে ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা লাগবে।
আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন, চেক করবেন যেভাবে।
মোবাইলে কথা বলার জন্য আমরা সিম ব্যবহার করে থাকি, যার পূর্ণ নাম - সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল ।রেজিস্ট্রেশন করে সিম ব্যবহার করতে হয়। সিম রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে আপনার এন আইডি NID অর্থাৎ জাতীয় পরিচয় পত্র অথবা মোটর ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারবেন।
একটি এনআইডি বিপরীতে সর্বোচ্চ ১৫ সিম নিবন্ধন করা যায়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি) ঘোষণা অনুযায়ী। আপনার জাতীয় পরিচয় পত্র এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যদি না জানেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য সহায়ক হিসেবে কাজ করবে।
আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখা ভালো, কারণ বুঝতে আপনার নিবন্ধন সিম অসাধু বেক্তি ব্যবহার করছে কিনা।
সিম নিবন্ধন যাচাই করার উপায়
আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে আপনার বর্তমানে ব্যবহৃত যেকোনো গ্রামীন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন সেজন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে এবং ফিরতি এসএমএস এর অপেক্ষা করতে হবে ফিরতি এসএমএস আসলে আপনার NID জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের চারটি শেষের সংখ্যা সেন্ড করুন ফিরতি মেসেজে আপনার এনআইডি রেজিস্ট্রেশন করা সিম ক্লোন নম্বর দেওয়া হবে।
আপনি যে কোম্পানির সিম ব্যবহার করুন না কেন হতে পারে প্রিপেইড বা পোস্ট পেড সিম হোক না কেন সব নাম্বার দেখাবে তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবেনা প্রতিটি নম্বরের শুরুর 3-digit এবং শেষের 3-digit দেখাবে এভাবে দেখাবে ৮৮০১৭*****৮৮৮ ।
এছাড়া আপনি যদি আপনার সিমের ডায়াল এবং রিসিভ করা নাম্বার গুলো জানতে চান অর্থাৎ কল লিস্ট তাহলে আপনাকে এই নিয়ম অনুযায়ী টাইপ করতে হবে
- গ্রামীণফোন টাইপ info সেন্ড করুন 4949 গ্রামীণফোন টাইপ Reg 17 Digit NID Number সেন্ড করুন 4949
- রবি ডায়াল *1 600*3# এবং *1600*1#
- বাংলালিংক ডায়াল *1600*2# এবং ডায়াল *1600*1#
- এয়ারটেল ডায়াল *121*4444#
- টেলিটক টাইপস info সেন্ড করুন 1600
COMMENTS