ভোটার আইডি কার্ড স্থানান্তর বা ট্রান্সফার করার নিয়ম ২০২২ Transfer of Voter ID Card Rules 2022 জাতীয় পরিচয় পত্রের বর্তমান ঠিকানা / স্থ...
ভোটার আইডি কার্ড স্থানান্তর বা ট্রান্সফার করার নিয়ম ২০২২
Transfer of Voter ID Card Rules 2022
জাতীয় পরিচয় পত্রের বর্তমান ঠিকানা / স্থায়ী ঠিকানা পরিবর্তন
Current Address / Chang of Permanent Address In National Identity Card
ভোটার স্থানান্তর করতে যেসব কাগজপত্র জমা দিতে হবে
ভোটার আইডি কার্ড স্থানান্তর ভোটার এলাকা স্থানান্তর ফরম PDF
মানুষ কর্মব্যস্ত দিন দিন আরো কর্মব্যস্ত হচ্ছেন । প্রয়োজনীয়তার কারণে দৈনিন্দিন মানুষ সর্বদা নিজের ঠিকানায় বসবাস করতে পারেন না। লক্ষ লক্ষ মানুষ আছে যারা চাকুরী বা ব্যবসা বা যেকোন প্রয়োজনে নিজের বাড়ি ছেড়ে দুর দুরান্তে গিয়ে বসবাস করে ।
ভোটার কেন্দ্র বা এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২২
Transfer of Voter ID Card Rules 2022
ভোটার আইডি কার্ড স্থানান্তর ভোটার এলাকা স্থানান্তরফলে তারা নিজের স্থায়ী ঠিকানায় ভোটার না হয়ে বর্তমান ঠিকানা ভোটার হয়েছেন। কর্মব্যস্ততার কারণে নিজের এলাকায় ভোটার হতে পারেননি। যেহেতু সেটি তাদের অস্থির ঠিকানা সেহেতু কখনো না কখনো তাদের ভোটার এলাকা স্থানান্তর করে স্থায়ী ঠিকানায় নিয়ে আসার প্রয়োজন হয়ে থাকে।
আপনি যে উপজেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনি যে উপজেলায় স্থানান্তরিত হবেন সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার এলাকা স্থানান্তর করার জন্য আবেদন করতে হবে। আবেদন ফরমের নাম ১৩ নং স্থানান্তর ফরম। অফিস থেকে সরবরাহ করা হয়ে থাকে, অফিসের সামনে ফটোকপির দোকানের স্থানান্তর ফরম ১৩ নং পূরণ করে সংশ্লিষ্ট যে উপজেলায় স্থানান্তরিত হবেন উপজেলা/ থানা নির্বাচন অফিসের আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন অনলাইনে করে নির্বাচন কমিশন অফিস এ না গিয়েই সম্পন্ন করতে পারবেন। আবার কিছু কাজ আপনি সংশোধন করতে চাইলে আপনাকে সরাসরি নির্বাচন কমিশনের অফিসে যেতে হবে।
ভোটার স্থানান্তর আবেদন ফরম পূরণ করার নিয়ম
ভোটার স্থানান্তর ফরম ১৩ পূরণ করতে হলে প্রথমে ভালোভাবে পড়ে দেখবেন। ফরম পূরণ করা খুবই সহজ তাছাড়া ফরম পূরণের জন্য নিম্নবর্ণিত পরামর্শগুলো অনুসরণ করতে পারেন। অথবা আপনি ফরমটি একটি ফটোকপি করে আগে খসড়া করে নিবেন তারপর আপনি পুনরায় আপনার অরজিনাল আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
১ নং ক্রমিকের আবেদনকারীর নাম লিখতে হবে বাংলায়।
২ নং আবেদনকারীর এনআইডি কার্ড/ ভোটার আইডি কার্ডের নম্বর লিখতে হবে।
৩ নং ক্রমিকের আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে।
৪ নং আপনি যে এলাকার ভোটার হয়েছিলেন সেই এলাকার ঠিকানা লিখতে হবে।
ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, বাসা/ হোল্ডিং নম্বর সহ সবগুলো পূরণ করবেন।
জানা না থাকলে ভুল তথ্য দিবেন না।
৫ নং ক্রমিকের বলা হচ্ছে আপনি কেন ভোটার এলাকা স্থানান্তর করবেন সেটি হতে পারে বৈবাহিক সূত্রে স্বামীর ঠিকানায় বসবাস করছেন বিধায় ভোটার স্থানান্তর করতে চান বা এটি আপনার স্থায়ী ঠিকানা বিদায় আপনি স্থায়ী ঠিকানা ভোটার স্থানান্তর করতে চান ইত্যাদি কারণ।
৬ নং ফরম এর পিছনের পাতায় আবেদনকারীর স্বাক্ষর টিপসই স্থানে কেবলমাত্র আবেদনকারী সই করতে পারবেন এবং আবেদনকারীর এনআইডি কার্ডের/ ভোটার আইডি কার্ডের ছবি নিচে যেমন করে স্বাক্ষর করা আছে ঠিক তেমনি করেই স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর আলাদা হলে আবেদন বাতিল হতে পারে। আবেদনকারীকে অবশ্যই একজন জনপ্রতিনিধি দ্বারা স্বাক্ষর করতে হবে। যে কেউ শনাক্তকারী স্থানে স্বাক্ষর করলো আবেদন বাতিল হতে পারে। সনাক্তকারী অবশ্যই তার স্বাক্ষর করবেন এনআইডি নম্বর লিখবেন ব্যবহার করবেন।ভোটার কেন্দ্র বা এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২২।
Transfer of Voter ID Card Rules 2022
ভোটার এলাকা পরিবর্তন করতে ফি
ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেওয়া হয় না। কেউ ভোটার স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে পুরাতন কার্ড জমা দিয়ে এবং ২৩০/- সরকারি ফি জমা দিয়ে নতুন কার্ড নিতে হবে।
ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র যে যেভাবেই বলুন না কেন যদি সংশোধন বা স্থানান্তর করতে চান তাহলে অবশ্যই তাকে সরাসরি লে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে তবে নির্বাচন কমিশনের যাওয়ার আগে আপনাকে ফরমটি পূরণ করে জনপ্রতিনিধির কাছে সত্যায়িত করে নিতে হবে ।
COMMENTS