দর্শনীয় স্থান ইলিশ ফোয়ারা Hilsa Foun Is a Place to visit বাঙালি ও বাংলা জনপদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে ইলিশ মাছ , বাঙালি রচনায় অন্য...
দর্শনীয় স্থান ইলিশ ফোয়ারা
Hilsa Foun Is a Place to visit
বাঙালি ও বাংলা জনপদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে ইলিশ মাছ, বাঙালি রচনায় অন্যতম অনুষদ বলা যায় ইলিশ Hilsa কে, বিশ্বের ইলিশ Hilsa উৎপাদনে প্রধান দেশ বাংলাদেশ, একই সঙ্গে বাংলাদেশের ইলিশ Hilsa এর ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি, আর বাংলা ইলিশের ঝোল বরিশাল, এই বিভাগে বরগুনা জেলা হচ্ছে দেশের সবচেয়ে বেশি ইলিশ উৎপাদনকারী জেলা, এ লক্ষ্যকে সামনে রেখে বিশেষ করে দেশজুড়ে তুলে ধরতে দেশের প্রথম থ্রিডি মিউজিক্যাল ইলিশ স্থাপন করা হয়েছে বরগুনায়, বঙ্গোপসাগরের বরগুনা শহরের সার্কিট হাউজের সামনে সুবিশাল বাঁড়াটি উদ্বোধন করা হয়েছে প্রতিদিন সন্ধ্যায় সৌন্দর্য পিপাসুরা ইলিশ Hilsa ধরার মনোরম দৃশ্য উপভোগ করতে সেখানে ভিড় করেন।
ইলিশ ফোয়ারা নির্মিত করতে ব্যয় হয়েছে ২৩ লাখ ৫০হাজার টাকা দেশের প্রথম এই প্রযুক্তিতে নির্মিত হয়েছে বাহারি রঙের আলোকসজ্জায় রঙ্গীত জলের ধারায় কয়টি সঙ্গীতের এক বিভিন্ন আবেশ তৈরি হয় যা সবাইকে মোহিত করে ১৩ ডিসেম্বর ২০২০ উদ্বোধন করা হয় ।
- ইলিশ ফোয়ারা নির্মিত করতে ব্যয় হয়েছে - ২৩ লাখ ৫০হাজার টাকা
- ইলিশ ফোয়ারা উদ্বোধন করা হয় - ১৩ ডিসেম্বর ২০২০
- ভোলা জেলার ইলিশ ফোয়ারা - ভোলা সরকারি স্কুল মাঠ এর পাশে
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS