নতুন টিএ/ ডিএ / দূরত্ব নির্ণায়ক - ২০২২ -২০২৩ New TA/DA/Distance Test 2022-2023 দেশের যেকোনো স্থান হতে মেট্রিক পদ্ধতিতে দূরত্ব নির্ণয় করত...
নতুন টিএ/ ডিএ/ দূরত্ব নির্ণায়ক - ২০২২-২০২৩
New TA/DA/Distance Test 2022-2023
দেশের যেকোনো স্থান হতে মেট্রিক পদ্ধতিতে দূরত্ব নির্ণয় করতে আইবাস++ ক্যালকুলেটর ব্যবহার করুন - টিএ হিসাব করতে কিলোমিটার পদ্ধতিতে দূরত্ব নির্ণয় করার উপায় - নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক
Use ibus++ calculator distance in metric system from anywhere in the country - How to calculate distance in kilometer system to calculate TA New TA/DA distance calculator
ভ্রমণ বিল, অক্টোবর মাসের নতুন নিয়ম বা পরিপত্র অনুসারে তৈরি করতে হবে, ভ্রমণ বিল তা ট্রেনিং বা বদলিজনিত যাই হোক না কেন তা তৈরী করা এখন খুবই সহজ, বাস ভাড়া দ্বিগুণ/ চার গুণ এর কোন ঝামেলা নেই, ক্যালকুলেটর ব্যবহার করে দূরত্ব নির্ণয় করে ক্যাটাগরি দিয়ে গুণ করে হয়ে যাবে টিএ বিল তৈরি, ক্যাটাগরি অনুসারে দিয়ে হিসাব খুব একটা সহজ ব্যাপার।
প্রথমে আমরা বের করব নিব ঢাকা থেকে রংপুরের দূরত্ব কত, গুগোল করি, দূরত্ব ২৯৮ কিলোমিটার, চলুন দেখে নিই আমরা কোন ক্যাটাগরিতে পড়েছি, ১১ গ্রেডের তৃতীয় ক্যাটাগরী কর্মচারী, সে হিসেবে দৈনিক ভাতা ঢাকার জন্য আসবে সাতশ টাকা এবং 30% অতিরিক্ত ব্যয় বহুল এলাকার জন্য, ভ্রমণ ভাতা ২০০ কিলোমিটার এর উপরে হওয়ার কারণে category 3 অনুসারে ছয়টা যে কোন প্রকার যানবাহন যাতায়াত করুন না কেন দূরত্বকে হার দিয়ে গুণ করতে হবে।
প্রথমে ধরি কর্মকর্তা নবম গ্রেডের একজন ব্যাক্তি, গুগোল করে ঢাকা হতে টাংগাইল গন্তব্য স্থানে দ্রুত বের করে নিতে হবে, তাহলে নবম গ্রেড মানে হচ্ছে category 2, তাই টিএ /ডিএ সেই হিসেব হবে, ডিএ আসবে ৮৭৫ টাকা , ঢাকায় হওয়ার কারণে 30% অতিরিক্ত ধরতে হবে ৮৭৫+২৬ ২.৬=১১৩৭.৫০ টাকা,১১৩৭.৫০*৪=৪৫৫০ টাকা, টিএ ধরতে হবে category 2 অনুসারে ২০০ কিলোমিটার এর নিচে হয় ১৫ টাকা হারে,১৫*৮৬ = ১২৯০টাকা যাওয়া-আসা হিসেবে ২৫৮০ টাকা, তাহলে মোট টি এ ডিএ হল ৭১৩০।
আই বাস++ এগিয়ে টিএ ডিএ দূরত্ব নির্ণয় ওকে ক্লিক করেই নতুনকে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে/ ফলাফল কাছাকাছি পাওয়া যায়।
দূরত্ব নির্ণয় ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম ২০২২-২০২৩
Rules for using distance Calculator 2022-2023- প্রথমে আপনি আইবাস প্লাস প্লাস এ যাবেন
- একটি Distance Calculator আসবে
- Departure Location সিলেক্ট করুন, একই জেলায় স্থানে অনেকগুলো লোকেশন থেকে খুঁজে বের করতে হবে
- Arrival Location সিলেক্ট করুন, এখানে অনেকগুলো লোকেশন দেওয়া আছে সেখান থেকে সিলেট করতে হবে, মনমতো বচনের কোন সুযোগ নেই
- দুটি লোকেশন সিলেট করে Go তে ক্লিক করুন
- Done
- KM এর দূরত্ব দেখতে পাবেন
- মেট্রিক পদ্ধতিতে দূরত্ব নির্ণয় কিভাবে করতে হয়
- মেট্রিক পদ্ধতিতে দূরত্ব নির্ণয়ের জন্য সরকারী একটি দূরত্ব নির্ণয় ক্যালকুলেটর তৈরি করেছে, এখন আর আপনাকে হিসাব করে মেট্রিক পদ্ধতি প্রয়োগ করতে হবে না, আপনি খুব সহজেই আই বাস++ ওয়েব সাইটে প্রবেশ করে টিএ ডিএ দূরত্ব নির্ণয় ক্যালকুলেটর এ প্রবেশ করতে পারবেন।
তাই, আপনার কর্মস্থল হতে ট্রেনিং বা বদলিজনিত দূরত্ব নির্ণয় আর google-এ করতে হবে না বা ভুল হওয়ার কোনো সুযোগ নেই, যদিও অতি শীঘ্রই অনলাইনে ভ্রমণ বিল দাখিল করা যাবে তখন আই বাস++ এর ভিতরেই ক্যালকুলেটর দেওয়া থাকবে।
COMMENTS