চর মনপুরা Char Manpura মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকায় উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এটি ভোলা জেলার ...
চর মনপুরা Char Manpura
মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকায় উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এটি ভোলা জেলার মনপুরা উপজেলায় কিছুটা অংশ জুড়ে অবস্থিত। সাম্প্রতিককালে এই দ্বীপে জলদস্যুদের দ্বারা আক্রমণ হয়েছে। এই দ্বীপের আয়তন ৩৭৩ বর্গ কিলোমিটার।
অবস্থান - বঙ্গবসাগর
আয়তন -৩৭৩ বর্গ কিলোমিটার
ভোলা জেলার মনপুরা প্রতিষ্ঠাকাল: -১৯৮৪
ভোলা জেলার মনপুরা দর্শনীয় স্থান:- মনপুরা
নিদর্শন হিসেবে দেখতে পাওয়া যায় - লম্বা লম্বা কুকুর
কয়টি ইউনিয়ন নিয়ে মনপুরা উপজেলা গঠিত - ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত
শীত মৌসুমে মুখরিত থাকে - শতশত পাখিদের
ইতিহাস
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মনপুরা Manpura হচ্ছে ভোলা দ্বীপ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে সাগরের বুকে অবস্থান দ্বীপ। মনগাজী নামে এখানকার একজন লোক একটা বাঘের আক্রমণে নিহত হন। তার নাম অনুসারে মনপুরা নামক করা হয়।
বঙ্গোপসাগরের কোলঘেঁষে মেঘনা মোহনা ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা উপজেলা লক্ষাধিক লোকের বসবাস রয়েছে। মিয়া জমির স্মৃতিবিজড়িত মনপুরা Manpura দ্বীপ অতি প্রাচীন। পর্তুগীজদের আস্তানা ছিল। তারই নির্দরসন হিসেবে দেখতে পাওয়া যায় লম্বা লম্বা কুকুর। বর্তমানে ভূমিক্ষয়ের প্রবল ঝুঁকিতে রয়েছে। যা ১৯৭৩ থেকে ২০১০ পর্যন্ত পড়া গবেষণা গুলিতে প্রমাণ হিসেবে উঠে এসেছে।
চর
ছোট-বড় নিয়ে ছিল বেশি বন বিভাগের প্রচেষ্টায় গড়ে উঠেছে সবুজ বিপ্লব। মাইলের পর মাইল বৃক্ষ রাজি বিশাল মনপুরাকে সাজিয়ে রেখেছে সবুজের সমারোহে শীত মৌসুমে শতশত পাখিদের মুখরিত থাকে এই চরগুলো এই ছবিগুলো দেখতে মন চাইলে এবং লাখো লাখো পাখি একসাথে দেখতে চাইলে চলে আসতে হবে মনপুরা Manpura ভোলা দীপ।
মনপুরা চর গুলোর নাম
- চর তাজামুল
- চর পাতালিয়া
- চোর পিয়াল
- চর নিজাম
- চর শামসুদ্দিন
- চর লালচর
- চর ডাল চর
- কলাতলী চর ইত্যাদি
প্রকৃতি
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রুপালি দ্বীপ মনপুরা। চতুর্দিকে মেঘনা নদী বেষ্টিত সবুজ শ্যামল ঘেরা মনপুরা Manpura। চতুর্দিকে বেরিবাধ। ধানের ক্ষেত, বিশাল ম্যানগ্রোভ প্রজাতির গাছের বাগান এর সমৃদ্ধ।
অবস্থান
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা lsland Bhola জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উপজেলা মনপুরা Manpura। মেঘনা কোল ঘেঁষে জেগে ওঠা ক্লিনিকের মেঘনা আর-এক দিকে বঙ্গোপসাগর বেষ্টিত অপরূপ প্রকৃতির সৌন্দর্যের অপরূপ সাজে সজ্জিত লীলাভূমি মনপুরা। ভোলা জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের কোলঘেঁষে মেঘনা মোহনা টিভির চারটি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা Manpura উপজেলা। মনপুরা সদর থেকে দুই কিলোমিটার উত্তর পাশে গড়ে উঠেছে মনপুরা ফিশারিজ লিমিটেড।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS