Facilitation of sevice in final withdrawal of money deposited in general provident Fund সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনে...
Facilitation of sevice in final withdrawal of money deposited in general provident Fund
সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের ক্ষেত্রে সেবা সহজিকরণ
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মরত কর্মকর্তা গনের সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত চূড়ান্ত উত্তোলনের জন্য প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন করতে হয়। পরবর্তীতে জিও সংগ্রহ করে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে অথরিটি নিয়ে পুনরায় অথরিটিতে প্রতিস্বাক্ষরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় আসার কারণে সময় ক্ষেপন হয়।
সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের জন্য আবেদন কারী কর্মকর্তার জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিকবার জ্বেলোনা আসতে হয় অর্থাৎ সেবা সহজিকরণ এর নির্মিত এ অফিসে জিও ব্যতিরেকে চিফ একাউন্টস অন্ড ফিনান্স অফিসারের কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে সরাসরি অথরিটি প্রয়োজন।
বর্নিত অবস্থায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসর উত্তর ছুটি ভগত কর্মকর্তাগণ সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থের চূড়ান্ত উত্তোলনের নিমিত্তে একাউন্টস অন্ড ফিনান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়কে উল্লেখিত কর্মকর্তাগণের অনুকূলে সরাসরি অথরিটি সরবরাহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো, উল্লেখিত কর্মকর্তাগণ সাধারণ ভবিষ্য তহবিল জমাকৃত অর্থের চূড়ান্ত উত্তোলনের জন্য প্রথমে চিফ একাউন্টস অন্ড ফিনান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অথরিটি সংগ্রহ করে জনপ্রশাসন মনোনয়ন চূড়ান্ত মঞ্জুরের জন্য আবেদন করবেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন -৫ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি একাউন্টস অন্ড ফিনান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয়েছে। উভয়ের সম্মতিতে সেবা সহজিকরণ প্রস্তাব গৃহীত হয়েছে।
Facilitation of sevice in final withdrawal of money deposited in general provident Fund
সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের ক্ষেত্রে সেবা সহজিকরণ ২০২২
সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ চূড়ান্ত উত্তোলনের ক্ষেত্রে সেবা সহজিকরণ এর রোড ম্যাপ
নতুন পদ্ধতি
১ম ধাপ ; আবেদনকারী কর্তৃক চিফ একাউন্টস অফিসে অর্থনীতিসহ সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ উত্তোলনের আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়, আবেদনের নমুনা ৬৬৩ হর্নবিল ওয়েবসাইটে দেওয়া আছে।
২য় ধাপ; চিপ একাউন্ট অফিসে অর্থনীতিসহ দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে প্রশাসন -৫ শাখা হতে নথি উপস্থাপনের মাধ্যমে শাখা কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত জিও জারি।
৩য় ধাপ; আবেদনকারী কর্তৃক জিও সংগ্রহ ও বিলসহ জিও চূড়ান্ত উত্তোলনের জন্য চিপ একাউন্ট অফিসে দাখিল ।
আবেদন করবেন যেভাবে আবেদনের নমুনা দেখে নিন
অডিট মেনুয়েল অনুচ্ছেদ ৬৬৩ অনুযায়ী ভবিষ্যৎ তহবিলের চূড়ান্ত উত্তোলনের ক্ষেত্রে প্রদত্ত বিবরণীর নমুনা
কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল হইতে উত্তোলন/ অগ্রিম গ্রহণের বিল
COMMENTS