ফাতরার বন দর্শনীয় স্থান Fatra Forest is a place to visit ফাতরার বন Fatra Forest কুয়াকাটা সমুদ্র বিস্তীর্ণ বালিয়াড়ি থেকে পশ্চিম দিকে গেলে ...
ফাতরার বন দর্শনীয় স্থান Fatra Forest is a place to visit
ফাতরার বন Fatra Forest
কুয়াকাটা সমুদ্র বিস্তীর্ণ বালিয়াড়ি থেকে পশ্চিম দিকে গেলে চোখে পড়বে ঘোলাজলের ছোট্ট
বিহীন একটি নদী ও বিক্ষুব্ধ সাগর মোহনার বুকে জেগে উঠা ফাতরার বন বা ফাতরার চর
নামক সংক্ষিপ্ত ম্যানগ্রোভ বনাঞ্চল, এর আয়তন ৯৯৭৫০৭ একর, ইতিমধ্যে এটি দ্বিতীয়
সুন্দরবন হিসেবে পরিচিত ও খ্যাতি পেয়েছে, এখানে রয়েছে কেওড়া, গেওয়া, সুন্দরী, খাতরা,
গরান, বাইন, গোলপাতা, ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানর শুকুর সহ অসংখ্য
জীবজন্তু পাখি রয়েছে।
ফাতরার বন Fatra Forest
ফাতরার বন অনেকের কাছে পাথরঘাটার বয়ান কিংবা হরিণঘাটার নামে পরিচিত, এইসবই
স্থানীয় নাম, কাগজে-কলমে এটি টেংরাগিরি পরিচিত প্রাণ অভয়ারণ্য এটি বাংলাদেশের
বরগুনা জেলায় অবস্থিত, তালতলী উপজেলা থেকে ২৪ কিলোমিটার দূরে সোনাকাটা ইউনিয়নে
সুন্দরবনের একাংশের বিশাল বনভূমি নিয়ে বন্যপ্রাণীর অভয়ারণ্য ইকো পার্ক গড়ে তোলা হয়েছে।
ফাতরার বন এর আয়তন - ৯৯৭৫০৭ একর
বাংলাদেশের কোন জেলায় অবস্থিত - বরগুনা জেলায়
তালতলী উপজেলা থেকে কত দূরে - ২৪ কিলোমিটার দূরে
কাগজে-কলমে এটি পরিচিত কি নামে - টেংরাগিরি নামে
ফাতরার বন Fatra Forest
সুন্দরবনের একটি অংশ হচ্ছে এই ফাতরার বন , দিনে দুবার জোয়ার ভাটা প্লাবিত হয়,
স্থানীয় নাম ফাতরার বন, বিভাগের নাম টেংরাগিরি বনাঞ্চল। সুন্দরবনের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম
শ্বাসমূলীয় প্রকৃতি বিপদে আছে, পরিবর্তিত পরিবেশে অসংখ্য গাছ মরে যাচ্ছে, উপকূলজুড়ে মৃত ও মৃত্যুর
প্রহর গোনা হচ্ছে, বন বিভাগ বলছে, শাসনামলে বালু জমে যাওয়ায় ও প্রবল ঢেউ গোড়ার মাটি সরে যাওয়ায়
প্রধানত এই বনের লাখ লাখ গাছের মৃত্যুর জন্য দায়ী।
ফাতরার বন Fatra Forest
বরগুনার তালতলী থেকে পটুয়াখালী কুয়াকাটা সৈকত পর্যন্ত চোখ জুড়ানো এই বনের পুকুরের
পাড় দিয়ে আপনি একবার প্রবেশ করবেন ঘন গহীন অরণ্য প্রকৃতির নিঃশব্দতার মাঝে ক্ষণে ক্ষণে
ডেকে ওঠা পাখির ডাক আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। চরের পূর্ব অংশে রয়েছে একটি ছোট সমুদ্রসৈকত,
এখানে যেতে হলে বনের সবুজ অরণ্য আরেকটি ছোট খাল এর উপর তৈরি বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হবে।
সবুজ ঘাস পেরিয়ে সাগরের বিশালতা মুগ্ধ করবে যেন ভ্রমণপিয়াসু মানুষকে, তবে দৃষ্টিনন্দন ও পর্যটকদের জন্য
থাকার কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। তবে বন বিভাগের রেষ্ট হাউজে রাত কাটাতে চাইলে বন বিভাগের কর্মকর্তার
অনুমতি সাপেক্ষে আপনি থাকতে পারেন রেস্ট হাউসে।
ফাতরার বন Fatra Forest
অনাবিল প্রকৃতির সৌন্দর্য ও বন্যপ্রাণীর অভয়ারণ্য হওয়া এখানে গড়ে উঠেছে ইকোপার্ক
পর্যটন কেন্দ্র, কিন্তু একের পর এক গাছের মৃত্যুর প্রকৃতি মানুষের এসব আয়োজনকে ভন্ডুল করতে বসেছে।
ফাতরার বন Fatra Forest
বনবিভাগের সখিনা বিটের বিট কর্মকর্তা আলতাফ হোসেন গাজী জানান টেংরাগিরি বনের
গাছ মরে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর সম্প্রতি পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালীর বনকর্মকর্তা বিএফ জানান এসব গাছ মরে যাওয়ার পিছনে প্রধানত দায়ী শাসনমূলক বালু জমে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়ায় ভূমিক্ষয় জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে এটা বলার জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে পরিত্রাণের জন্য দীর্ঘমেয়াদি গবেষণা দরকার ।
কখন যাবেন
কেবল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়ে আপনি ঢুকতে পারেন ফাতরার চর, আপনি
মাত্র ২ ঘন্টা সুযোগ পাবেন ছুটিতে ঘুরতে।
কিভাবে যাবেন
কুয়াকাটা থেকে প্রতিদিন অসংখ্য ডলারের উদ্দেশ্যে ছেড়ে যায়, ইচ্ছে করলে রিজার্ভ করে
যাওয়া যায়, সময় লাগবে দুই ঘণ্টার মত।
কোথায় খাবেন
খাওয়ার এমন কোনো ব্যবস্থা নেই, একটি সাথে মুরগি পাওয়া, এছাড়া যাওয়ার পথে শুকনা
খাবার নিয়ে যেতে পারেন।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS