অপরাধ করলে জেল নয় পাবে সংশোধনের সুযোগ If you Commit a Crime , You will not be jailed for Correction অপরাধী পরিচালিত শাস্তি হবে না। থাকতে ...
অপরাধ করলে জেল নয় পাবে সংশোধনের সুযোগ
If you Commit a Crime , You will not be jailed for Correction
অপরাধী পরিচালিত শাস্তি হবে না। থাকতে হবে না কারাগারে। জেল জরিমানা কিছুই হবে না। এসব এর পরিবর্তে তাদের নিয়োগ দেওয়া হবে অবৈতনিক নিক কমিউনিটি সার্ভিস ।দেওয়া হবে সংশোধনের সুযোগ। উপরন্ত কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানের প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হবে। কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ হাঁস-মুরগী পালন, খামার স্থাপন, ও পরিচালনার বিষয়ে দেওয়া হবে ধারণা, ব্যবসা শুরুতে প্রস্তুতি সম্পর্কে বিশেষ ধারনা,ঋণ দিয়ে সহায়তা করা হবে। অপরাধী পুরুষ-নারী প্রবীণ ও হিজলাদের তথা তৃতীয় লিঙ্গের এই আইনে তথা এই আইনের সুযোগ দেওয়া হবে।
এসব বিধান রেখে দিপ্রশন অফ অডিনেস ১৯৬০ আইনে রূপান্তর করছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধ্যাদেশটি আইনের রূপান্তরের কাজ করছে। ইতিমধ্যে আইনের খসড়া প্রস্তুত করে তার ওপর বিভিন্ন মন্ত্রনালয় ও বিভাগের মতামত নেওয়া হয়েছে। এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুল ইসলাম বলেন ।আইনটি নিয়ে কাজ চলছে ।একই অনুবিভাগের যুগ্ন সচিব খাদিজা নাজনীন বলেন ,খসড়া আইনে রুপোর অংশীজন দের মতামত নেওয়া হয়েছে। অন্য কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা তারা দেখতে সমাজসেবা অধিদপ্তর কে কিছু সময় দেওয়া হয়েছে। খুঁটিনাটি দেখা হচ্ছে ।আশা করি শীঘ্রই অনুমোদনের জন্য মন্ত্রী সবার বৈঠকে উপস্থাপন করা হবে
খসড়া আইন প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন অপরাধ প্রতিরোধে শাস্তি সবসময় সহায়ক না ।উল্টো শাস্তি অনেক সময় অপরাধ বিস্তারের সহায়ক হয়। অনেক সময় অপরাধী কারাগারে দাগি আসামি দেহের সংস্পর্শে এসে ভয়ঙ্কর অপরাধ এর অভিজ্ঞতা ও ক্ষতিকর শিক্ষা পায়। এসব ক্ষেত্রে ছোট অপরাধের জন্য কারাগারে গিয়ে বড় অপরাধের জড়ানোর শিক্ষা নিয়ে বেরিয়ে আসে।
বিশেষজ্ঞ সমাজ বিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা অপরাধ সংশোধনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ দেওয়ার কথা বলছেন। তাদের মতে, এক্ষেত্রে প্রাথমিক ব্যবস্থা হিসেবে ,অপরাধীর নিজ পরিবেশ অর্থাৎ সমাজে রেখেই সংশোধন ও পুনর্বাসন ব্যবস্থা করা জরুরি। এছাড়া কারাগারের ধারণক্ষমতার চেয়ে তিনগুণ অপরাধী রাখা হয়েছে।
বিপুলসংখ্যক অপরাধী থাকা-খাওয়া নিরাপত্তা ও চিকিৎসা সহ যাবতীয় খরচ সরকারকেই বহন করতে হয় । এতে বিরাট অঙ্কের অর্থ খরচ হয়। এটা সরকারের জন্য বড় ধরনের বোঝা।সেখানে ছোটখাটো অপরাধের জন্য কাউকে জেলেনা পুরে সমাজে রেখেই সংশোধনের সুযোগ দিলে সুফল পাওয়া যাবে । সেই আলোকেই আদেশটি আদেশটি আইনে রূপান্তরিত করা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন এই আইনে ফৌজদারি অপরাধে দোষী কারো বিচার হবে না ।অর্থাৎ খুন-হত্যা ডাকাতি মাদক কারবারি, ধর্ষণ ইত্যাদির অপরাধের বিচার হবে না। বরং ছোটখাটো চুরি , প্রতারণার বিচার করা হবে ।ছোট অপরাধীকে বড় অপরাধেরদের সঙ্গে গুলিয়ে ফেললে পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।
আইন প্রনয়ের সম্পৃক্তরা জানান কারা অভ্যন্তরে কয়েদিদের জন্য বয়স্কদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা খেলাধুলা ও বিনোদন করা ব্যবস্থা করা প্রয়োজন ।
অপরাধ করলে জেল নয় পাবে সংশোধনের সুযোগ If you Commit a Crime , You will not be jailed for Correction
এই আইনটির সম্পর্কে সবাই পড়বেন এবং আপনাদের মতামত জানাবেন এই আইনটি হলে ছোটখাটো অপরাধীদের সংশোধনের সুযোগ থাকবে এবং বড় অপরাধী এই সুযোগের সদ্ব্যবহার করবে যে কিভাবে এই সুযোগ সুবিধা পাওয়া যায় তাই আপনাদের সবার কাছে এই আইনটি সম্পর্কে মতামত জানতে চাচ্ছি আশাকরি সবাই শেয়ার করবেন এবং এই আইনটি সম্পর্কে কি করলে ভালোভাবে সবাই মতামত জানাবেন।
COMMENTS