ভোলা জেলার দর্শনীয় স্থান :- জ্যাকব টাওয়ার চরফ্যাশন পৌরসভা Places to visit in Bhola District Jacob Tower Charfashion Municipality জ্য...
ভোলা জেলার দর্শনীয় স্থান:- জ্যাকব টাওয়ার চরফ্যাশন পৌরসভা
Places to visit in Bhola District Jacob Tower Charfashion Municipality
জ্যাকব টাওয়ার চরফ্যাশন পৌরসভা ভোলা জেলায়
Jacob Tower Charfashion Municipality Municipality in Bhola District
জ্যাকব টাওয়ার
জ্যাকব টাওয়ার বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভোলা দ্বীপের চরফ্যাশন শহরে অবস্থিত পর্যটকদের জন্য নির্মিত একটি ওয়াচ টাওয়ার। টাওয়ার থেকে চারপাশে ১০০ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। এটি বাংলাদেশ ও উপমহাদেশের সবচেয়ে উঁচু টাওয়ার গুলোর মধ্যে একটি। আইফেল টাওয়ারের আদলে নির্মিত এই ওয়াচ টাওয়ারে প্রতিটি তলায় পঞ্চম ওভারে ৫০০ জন দর্শক অবস্থান করতে পারে।
অবস্থান - কলেজ রোড চারফাসন সদর, চরফ্যাশন, ভোলা, বাংলাদেশ
আনুমানিক সম্পন্নকরণ - ১৬ জানুয়ারি ২০১৮
কার্যারম্ভে - ১২ ফেব্রুয়ারি ২০১২
ব্যয় - ২০ কোটি
স্বত্বাধিকারী - চরফ্যাশন পৌরসভা
ভোলা জেলার মনপুরা দর্শনীয় স্থান:- জ্যাকব টাওয়ার
ব্যবস্থাপনা - চরফ্যাশন পৌরসভা
উচ্চতা এন্টেনা পেচ - ২২৫ ফুট
তলার সংখ্যা - ১৬
লিফট / এলিভেটর - ১ টি
স্থপতি - কামরুজ্জামান লিটন
আয়তন - এক একর জমিতে টাওয়ার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে চরফ্যাশন পৌরসভা।
অবস্থান
ভোলা জেলা শহর থেকে ৭০কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে উপজেলা শহর স্টেশন কলেজ রড খাসমহল মসজিদের সামনে ওয়াচ টাওয়ার অবস্থিত।
নামকরণ
শুরুতে এর নাম জ্যাকব টাওয়ার ছিল না। গত ১৮ মে ২০১৭ টাওয়ার পরিদর্শনে এসে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ টাওয়ার নির্মাণ আর নান্দনিক সৌন্দর্যের অভিভূত হয়ে তিনি এর নাম দেন জ্যাকব টাওয়ার। ভোলা - ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নামে নামকরণ করা হয়।
নির্মাণ ও গঠন
২০১৩ সালের ফেব্রুয়ারীতে টাওয়ার নির্মাণ এর কাজ শুরু হয়। নির্মাণে ব্যয় হয় ২০ কোটি টাকা। এর উচ্চতা ২২৫ ফুট। এক একর জমিতে টাওয়ার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে চরফ্যাশন পৌরসভা। নকশা করেছে স্থপতি কামরুজ্জামান লিটন। মাটির নিচ থেকে ঢালাই পাইলিং ফাউন্ডেশন এর উপর সম্পূর্ণ ভিন্ন মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। ভূমিরূপ ভূমিরূপ গম্বুজাকৃতি পর্যন্ত চারিদিকে এলমনিয়াম রয়েছে মিলিমিটার ৫মিলিমিটারের স্বচ্ছ কাঁচ। এর চূড়ায় উঠার জন্য শিড়ির পাশাপাশি রয়েছে ক্যাপসুল লিফট। টাওয়ার স্থাপন করা হয়েছে উচ্চমাত্রার বাইনোকুলার। এর সাহায্য পর্যটকরা পরবর্তী দূরবর্তী স্থান দেখতে পারেন।
পর্যটন
জ্যাকব টাওয়ারের শিশু থেকে আশেপাশে প্রায় ১১ কিলোমিটার এলাকা দেখা যায়। দূরের স্পষ্ট ভাবে দেখার জন্য বাইনোকুলারের ব্যবস্থা রয়েছে। এখান থেকে দেখা যাবে সংরক্ষিত বনাঞ্চল চর কুকরি মুকরি, তারুয়া সৈকত, সন্দ্বীপ মনপুরার পিলার, হাতিয়ার নিঝুম দ্বীপ আর বঙ্গোপসাগর।
জ্যাকব টাওয়ার এর ছবি
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS