কুকরি মুকরি হচ্ছে বাংলাদেশের ভোলা জেলায় অবস্থিত দ্বীপ চর একটি ভোলা জেলার সর্বশেষ দক্ষিনে অবস্থিত Kukri Mukri is an island located in the ...
কুকরি মুকরি হচ্ছে বাংলাদেশের ভোলা জেলায় অবস্থিত দ্বীপ চর একটি ভোলা জেলার সর্বশেষ দক্ষিনে অবস্থিত
Kukri Mukri is an island located in the Bhola District of Bangladesh located at the southern end of the Bhola District
কুকরি মুকরি হচ্ছে বাংলাদেশের ভোলা জেলায় অবস্থিত দর্শনীয় স্থান
Kukri Mukri is a sightseeing place located in Bhola District of Bangladesh
- অবস্থান- বঙ্গোপসাগর
- অবস্থান - ভোলা,বরিশাল বিভাগ, বাংলাদেশ
- নিকটবর্তী শহর - চরফ্যাশন
- আয়তন - ৪০ হেক্টর
- স্থাপিত - ১৯৮১
- কর্তৃপক্ষ - বাংলাদেশ বন বিভাগ
অবস্থান
স্থানীয়রা এই দিব্যা চরকে দ্বীপকন্যা নামে ডাকে। ভোলা জেলা সদর থেকে প্রায় ১৫০মিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেঁষে জেগে ওঠার টির নাম চর কুকরি মুকরি। কুকরি মুকরি Kukri Mukri ইউনিয়ন হাজিপুর, বাবুগঞ্জ, নবীনগর, রসুলপুর, আমিনপুর, শাহবাজপুর, মুসলিম পাড়া, চর পাতিলা ও শরীফ পড়া নিয়ে গঠিত। অভায়ারণ্য বলে পরিচিত চর কুকরি মুকরি দেশি-বিদেশি পর্যটকের সমাগম হয়।
চর কুকরি মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য
চর কুকরি মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য চর কুকরি-মুকরি অভয়ারণ্য বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ ভোলা জেলায় অবস্থিত এটি সংরক্ষণ অঞ্চল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য ভোলা শহর থেকে প্রায় দূরত্ব ১২০ কিলোমিটার বঙ্গোপসাগরের উপকণ্ঠের মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় কয়েকশো বছর আগে জেগে উঠা চর কুকরি-মুকরি বনভূমির অবস্থান এবং রয়েছে ১৫ হাজারের বেশি হরিণ এছাড়াও রয়েছে অতিথি পাখি লাল কাকরা বন বিড়াল বিড়াল শিয়াল নানা প্রজাতির প্রাণী।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS