মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ Meherpur Shaheed Memorial মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ Meherpur Shaheed Memorial ১৯৭১সালে সব বীর মুক্তিযোদ্ধা এবং যারা ...
মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ Meherpur Shaheed Memorial
মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
Meherpur Shaheed Memorial
১৯৭১সালে সব বীর মুক্তিযোদ্ধা এবং যারা পাকিস্তানী সৈনিক দের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে মেহেরপুর পৌর কবরস্থানের পাশে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, এখানে প্রতি বছর প্রতিবছর মহান স্বাধীনতা মাল্যদান তাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়ে থাকে।
দক্ষিণ এশিয়ার বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলা মুজিবনগর স্মৃতিসৌধ
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে স্মৃতিশক্তি গড়ে তোলা হয়েছে এর স্থপতি তানভীর কোবির।
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত, মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত সেখানে এই ছবিগুলো তোলা হয়েছে।
- মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় - ১৯৭৮ সালে
- মুজিবনগর কম্প্লেক্স নির্মাণ করেন - শেখ হাসিনা ১৯৯৬ সালে
- স্মৃতি স্তম্ভ রয়েছে - ২৩টি
- ভূমি থেকে স্মৃতিশক্তি কত ফুট উঁচু - ২ ফুট ৬ ইঞ্চি
- স্মৃতিসৌধের বেদীতে আহরণের জন্য কতটি সিঁড়ি রয়েছে - ১১টি
- লাল মঞ্চ থেকে কতটি দেওয়াল তৈরি করা হয়েছে - ২৩টি
আবাসন ব্যবস্থা
মেহেরপুর জেলা সদরে সার্কিট হাউস, পুরো হল, ফ্লাওয়ার, আবাসিক হোটেল, মিটা আবাসিক হোটেল, কামাল আবাসিক হোটেল, আবাসন ব্যবস্থা রয়েছে।
কিভাবে যাওয়া যায়
মেহেরপুর জেলা সদরে এটি অবস্থিত বাস টার্মিনাল হতে রিক্সা/ ভ্যানে পৌঁছানো যায়।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS