অনলাইনে খুব সহজেই এ রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি জেনে নিন অনলাইনে খুব সহজেই এ রিটার্ন জমা দিতে কি কি লাগবে ১২ ডিজিটের ই টিন নাম্বার নাম্বার...
অনলাইনে খুব সহজেই এ রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি জেনে নিন
অনলাইনে খুব সহজেই এ রিটার্ন জমা দিতে কি কি লাগবে
১২ ডিজিটের ই টিন নাম্বার নাম্বার
আয়কর দাতার নামের নিবন্ধিত মোবাইল নাম্বার
পূর্বে আই কোড দিয়ে থাকলে তার একটি নমুনা
ব্যাংক স্টেটমেন্ট।
সর্বশেষ বছরের বেতন বিল এর পূর্ণাঙ্গ বিবরণ
ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্রের বিবরণী যদি থাকে
অন্যান্য বিবরণী যদি থাকে।
ধাপ -১ https://etaxbr.gov.bd/#/l anding-page এই সাইটে প্রবেশ করুন
ধাপ - ২ Ereturn এ ক্লিক করুন
পরবর্তী ধাপগুলো জন্য ছবি ক্যাপশন গুলো দেখুন।
মনে রাখবেন প্রতিটি ধাপ শেষে Save Continue দিবেন, তাহলে কোন তথ্য হারাবে না, আপনি চাইলে সর্বশেষ Submit করার আগে যতবার খুশি পরিবর্তন করতে পারবেন।
আপনি আইকর বিকাশ /নগদ/ রকেট/ কার্ড/ নেক্সাস পে তে দিতে পারবেন, মাঝে মাঝে সার্ভার ব্যস্ত থাকলে কিছু সময় পর আবার চেষ্টা করুন, আয়কর রিটার্ন করার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস আসবে।
আসুন সরকারের ডিজিটাইজেশন সুবিধা নিন হয়রানিমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্তে সরকারকে সহায়তা করুন।
ধাপ - ৩ প্রথমে নিচের Registration অপশন এ ক্লিক করে ১২ডিজিটের ই-টিন ও মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে প্রাপ্ত ওটিপি দিয়ে আপনার পাসওয়ার্ড সেট করুন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ই-টিন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ধাপ - ৪ Return Submission এ ক্লিক করুন।
ধাপ - ৫ Return Scheme সেট করা আছে নিচে Income year ঠিক করে নিনG
আপনার আয় যদি ( পুরুষ - ৩ - লক্ষ, মহিলা /বছর বা তদূর্ধ্ব/ তৃতীয় লিঙ্গ ৩.৫ লক্ষ) এর বেশি হয় তাহলে Any taxable Income Yes দিন, না হলে No দিন।
Heads of Income
Salaries (বেতন ভাতাদি)
Interest on Securities সঞ্চয় পত্র, ডিফেন্ডার, ইত্যাদি থেকে সুদ
Income from House Property (গৃহসম্পত্তি থেকে আয় )
Agricultural Income (কৃষি খাত থেকে আয়)
Income from Business or Profession (ব্যবসা বা পেশা থেকে আয়)
Capital Gains (সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর থেকে আয়)
Income from other source উপরে ৬ পীর বাইরে অন্য কোন উৎস থেকে আয়
আপনার জন্য যে কয়টি প্রযোজ্যতা তে টিক দিন
অনুরূপভাবে Any income from the following sources যদি থাকে তাহলে ক্লিক করুন।
ধাপ - ৬ আপনার ইনকাম এর উৎস স্থান নির্বাচন করুন আপনার যদি আয় কর বেয়াত (জীবন বীমা, ডিপিএস, এফডিআর, সঞ্চয় পত্র, শেয়ার বাজার, কল্যাণ তহবিল ইত্যাদিতে বিনিয়োগ থাকে) পাওয়ার উৎস থাকে তাহলে Claim tax rebate for investment - yes দিন।
আপনার মোট সম্পদের পরিমাণ যদি 40 লক্ষ টাকার উপরে হয় তাহলে Gross wealth over - yes
ধাপ - ৭ চাহিদা অনুযায়ী প্রতিটি ঘর পূরণ করুন।





ধাপ - ১২ সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর থেকে আয়ের তথ্য এখানে দিন।
ধাপ - ১৪ যাদের সন্তান বা স্বামী / স্ত্রীর আলাদা টিন নেই তারা এইখানে তথ্য দিন ।
ধাপ - ১৬ এটি পুরো ফরমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনাকে কখনো এনবিআর দুর্নীতি দমন কমিশন ধরতে চাইলে এই অংশ নিয়েই ধরবে, তাই সাবধান এবং মোটামুটি শুদ্ধভাবে।
ধাপ -১৭ ধাপ ১৬ এর নিচে এটি থাকে এখানেই এতক্ষণ আপনার সকল তথ্য প্রতিফলন ঘটবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো Difference - 0 আসতে হবে, না হলে আপনার তথ্য গত ভুল আছে।
মোটামুটি সকল ক্ষেত্রেই Difference একটু পজিটিভ অংক আসে, এই অংকটি হল আপনার Cash and Fund outside Business এর other Deposits ,Balance and Advance এ বসিয়ে দিলে আশা করা যায় Difference - 0 আসবে ।
.jpg)

.jpg)
ধাপ ২১ - এইখানে এবছর শুধুমাত্র আলু আছে যাদের বেতন হয় তাদের ইনকাম ট্যাক্স এডজাস্ট করা যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী বছর থেকে বাকিগুলো জাতীয় রাজস্ব বোর্ড এডজাস্ট করার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

ধাপ ২২ পেমেন্ট করতে Payment now অপশনে ক্লিক করুন, আপনি যদি অফলাইনে জমা করতে চান তাহলে বাম পাশে Proceed to offline (paper) return এ ক্লিক করুন এবং প্রয়োজনীয় অংশ এডিট যেমন পরিশোধ করে নিতে পারেন।
যারা অফলাইন দিবেন পেমেন্ট সম্পন্ন হলে Proceed to online return এ ক্লিক করুন।
ধাপ ২৩ সবশেষে পেজের নিচে অংশ Verification অপশন এ টিক দিয়ে Submit Return এ ক্লিক করলে আপনার আয়কর রিটার্ন দেওয়া হয়ে যাবে।
এরপর বাম পাশে Tax record থেকে Tin Certificate Tax Certificate Acknowledgement, Verification slip , Return Challan ডাউনলোড করে নিতে পারবেন ।
COMMENTS