প্রস্তাবিত সংশোধিত বাজেট প্রস্তুত করার নিয়ম এক্সেল শীটে বাজেট ২০২২-২০২৩ Rules for Preparation of Proposed Revised Budget 2022 - 2023 in ...
প্রস্তাবিত সংশোধিত বাজেট প্রস্তুত করার নিয়ম এক্সেল শীটে বাজেট ২০২২-২০২৩
Rules for Preparation of Proposed Revised Budget 2022 - 2023 in Excel Sheet
প্রতি অর্থবছরে জুলাই মাসে বাজেট ছাড় করা হয় - (০৩) তিন মাস অতিবাহিত হওয়ার পর প্রস্তাবিত বাজেট সংশোধিত দাখিল করতে হয় - ২০২২-২০২৩
Budget is Released in July of every financial year - (3) proposed budget revision is to be submitted after lapse of three months 2022-2023
সংশোধিত প্রস্তাবিত বাজেট তৈরি
Preparation of Revised Proposed Budget !!
বাজেট কি? What is the budget?
বাজেট একটি দেশের সম্ভাব্য বাজেট হচ্ছে আয় ব্যয় হিসাব ।এই বাজেট দিয়ে সরকারকে দেশ চালাতে হয়, সরকারের হয়ে কাজ করেন, তাদের বেতন দিতে হয়। আবার নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট মেরামত, রাস্তাঘাট নতুন বানানোর নানা ধরনের উদ্যোগ নিয়ে কাজ করতে হয়। একটি নির্দিষ্ট অর্থবছরে কোথায় কত ব্যয় হবে, সেই পরিকল্পনার নাম বাজেট। চলতি অর্থবছরের বাজেট সম্পর্কে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হয় এবং পরবর্তী অর্থবছরের বাজেট সম্পর্কে একটি প্রস্তাবিত বাজেট প্রস্তুত রাখতে হয়।
সংশোধিত বাজেট বলতে বোঝায় চলতি বছরের পূর্ববর্তী প্রস্তাবিত বাজেটে যে অর্থ বা বাজেট বরাদ্দ চাওয়া হয়েছিল তা প্রদান করা হয়। বরাদ্দকৃত বাজেটে ঘাটতি রয়েছে কিনা সেটি পর্যালোচনা করে সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।
সংশোধিত বাজেট দেশের উপর নির্ভর করে চলতি বাজেট পেশ করা হবে কিনা সেটি পর্যালোচনা করে সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। মূলত প্রকৃত সর্বশেষ তিন মাসেও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় ব্যয় হিসাব করে সংশোধিত বাজেট প্রস্তুত করা হয়।
প্রস্তাবিত বাজেট কি? What is the Proposed budget
প্রস্তাবিত বাজেট হচ্ছে আগামী অর্থবছর কি পরিমাণ অর্থ কর্মকর্তা-কর্মচারী ও দপ্তর পরিচালনায় ব্যয় হবে সেই হিসাব চলতি বছরই দিয়ে রাখা হয়। মূলত প্রস্তাবিত বাজেটের উপর ভিত্তি করে আগামী বছর জুলাই মাসে নতুন বাজেট বরাদ্দ দেওয়া হয়। গত বছরে প্রস্তাবিত বাজেটে চলতি বছরের চলমান কাজে। চলতি বাজেটে বৃদ্ধি হবে কিনা সেটি হচ্ছে সংশোধিত বাজেট।
২০২২-২০২৩ / সংশোধিত বাজেট - প্রস্তাবিত বাজেট - ২০২৩ - ২০২৪
2022 - 2023 Revised Budget Proposed Budget 2023 - 2024
চলতি অর্থ বছরের তিন মাস পর সংশোধিত বাজেট পেশ করার পর যদি আপনার দপ্তরে বাজেট কম পড়ে তবে আপনি আপনার চলতি অর্থবছরের নয় মাস অতিবাহিত হওয়ার পর পুনরায় সংশোধিত বাজেট
চাইতে পারবেন।
২০২২-২০২৩ / সংশোধিত বাজেট - প্রস্তাবিত বাজেট - ২০২৩ - ২০২৪
2022 - 2023 Revised Budget Proposed Budget 2023 - 2024
চলতি অর্থ বছরের তিন মাস পর সংশোধিত বাজেট পেশ করার পর যদি আপনার দপ্তরে বাজেট কম পড়ে যায় তবে আপনি আপনার চলতি অর্থবছরের (০৯) নয় মাস অতিবাহিত হওয়ার পর পুনরায় সংশোধিত বাজেট চাইতে পারবেন।
সংশোধিত প্রস্তাবিত বাজেটের এক্সেল ফাইল। যে ফাইলগুলো এক্সএল ফরমেটের বাজেট ফাইল রেডি করতে প্রয়োজন পড়বে সকল ফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে নিয়ে নিন অন্যথায় অনেক সূত্র কাজ করবেনা।
- সংশোধিত প্রস্তাবিত বাজেট অধ্যায়ন ফরওয়ার্ড
- সংশোধিত প্রস্তাবিত বাজেট ক,খ,গ, - ডাউনলোড
- লামগ্রান্ট ও অবসর ভাতা - আনুতোষিক হিসাব
- শ্রান্তি ও বিনোদন আলাদা ফাইল সংযুক্তি হিসেবে
- অনিয়মিত শিল্পীদের সংশোধিত ও প্রস্তাবিত হিসাব
- নোটিশ
বাজেট প্রস্তুত করতে কত সময় লাগবে?
প্রতিটি দপ্তরী সংশোধিত প্রস্তাবিত বাজেট দাখিল করে থাকে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা সদরদপ্তর বাজেটের হিসাব চেয়ে থাকে তবে সাধারণত ১০-১৫ দিন সময় দিয়ে বাজেট প্রণয়নের নোটিশ জারি করে থাকেন। হাতে-কলমে হিসাব কষে মাইক্রোসফ্ট বা MS Word এ সংশোধিত প্রস্তাবিত বাজেটে তৈরি করতেন লোকবল ও সময় অনেক বেশি লাগে। আপনি যদি এক্সেল ফাইলে বাজেট হিসেব করেন তবে এক দু দিনের মধ্যেই সংশোধিত প্রস্তাবিত বাজেট প্রস্তুত করতে পারবেন ।
COMMENTS