আলুটিলার সুড়ঙ্গ খাগড়াছড়ি চট্টগ্রাম আলুটিলার সুড়ঙ্গ Alutila Tunnel গা ছমছম করা অনুভূতি নিয়ে পাহাড়ি সুরঙ্গ পথ বেয়ে অন্ধকার পাতালে নেম...
আলুটিলার সুড়ঙ্গ খাগড়াছড়ি চট্টগ্রাম
আলুটিলার সুড়ঙ্গ Alutila Tunnel
গা ছমছম করা অনুভূতি নিয়ে পাহাড়ি সুরঙ্গ পথ বেয়ে অন্ধকার পাতালে নেমে যাওয়া কল্পনার বিষয় হলো আলুটিলার সুড়ঙ্গ Alutila Tunnel পথ কল্পনা আর কিছু নয়। আলুটিলা কেন্দ্রের প্রধান আকর্ষণ হচ্ছে এর রহস্যময় সুরঙ্গ। স্থানীয় ভাষায় ‘মাতাই হাকর‘ যার বাংলা অর্থ দেবগুহা। এ পাহাড়ের চূড়া থেকে ২৬৬টি সিঁড়ির নিচে আলুটিলা পাহাড় এর পাদদেশে পাথর আর শিলা মাটির গড়া এ রহস্যময় সুড়ঙ্গের অবস্থা। গুহার মুখের ব্যাস প্রায় ১৮ ফুট আর দৈর্ঘ্য প্রায় ২৮০ ফুট ।
মুখের ব্যাস প্রায় - ১৮ ফুট
দৈর্ঘ্য প্রায় - ২৮০ ফুট
পাহাড়ের চূড়া থেকে সিঁড়ির নিচে - ২৬৬টি
শহর থেকে কত কিলোমিটার - ৮ কিলোমিটার পশ্চিমে
টাকার বিনিময় মশাল পর্যটন কেন্দ্রে পাওয়া যায় - ১০ টাকা
গুহার একদিকে অন্যদিকে দিয়ে বের হতে সময় লাগে - ১৫/২০মিনিট
আলুটিলার সুড়ঙ্গ Alutila Tunnel প্রবেশমুখ ও শেষের অংশ আলো-আঁধারিতে আচ্ছন্ন। মাঝখানে নিকষ কালো অন্ধকার প্রবাহমান শীতল জলের ঝর্ণাধারা। গা ছমছম করা অনুভূতি নিয়ে এ গুহার প্রবেশ করাটা একদিকে যেমন ভয়ঙ্কর ভয়সংকুল তেমনি রোমাঞ্চকর ও বটে। বাংলাদেশ তো বটেই পৃথিবীর অন্য কোন দেশে এরকম প্রকৃতিক সুরঙ্গ Tunnel পথ এর খুব একটা নজির নেই। অন্যান্য সাধারণ গুহায় উজ্জ্বল আলো প্রবেশ করা যায় না। মশাল পর্যটন কেন্দ্রে পাওয়া যায় ১০ টাকার বিনিময়। গুহার একদিকে অন্যদিকে দিয়ে বের হতে সময় লাগে মাত্র ১৫/২০ মিনিট। উপমহাদেশের একমাত্র প্রকৃতিকে সুরঙ্গ জেলার প্রধান পর্যটন আকর্ষণ।
স্থান
শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন পার্ক এর অবস্থান
কিভাবে যাওয়া যায়
পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত হাওয়াই বাছ, টেক্সি যাতায়াত করা যায়।
“আলুটিলার সুড়ঙ্গ” ছাড়াও খাগড়াছড়ি এর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে
রিসাং ঝর্ণা
মায়াবিনী লেক
দিঘলিয়া জুলন্ত বিরিজ
বিডিআর সৃতিশোধ
আলুটিলার সুড়ঙ্গ
হটিকালচার পার্ক
দেবতার পুকুর
তৈদু ছড়া ঝর্ণা
হাতিমাথা পাহাড়
মানিকছড়ি মং রাজবাড়ী
রাবার ড্রাম
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির
নিউজিল্যান্ড পাড়া
শতবর্ষী বটবৃক্ষ
ঠান্ডা ছড়া ঝর্ণা
তৈলাফাং ঝর্ণা
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS