আলুটিলা পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্র ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশ পথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র ...
আলুটিলা পর্যটন কেন্দ্র
আলুটিলা পর্যটন কেন্দ্র
ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশ পথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র। আলুটিলা বাংলাদেশ একটি অন্যতম ব্যতিক্রমধর্মী ও পর্যটন স্পট। আর তাই এর সৌন্দর্য মুগ্ধ হয়ে খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক একটি কবিতা লিখেছিলেন যা অনেকটা এরকম ’’ক্লান্ত পথিক আলুটিলার বটমূলে, নয়ন ভরিয়া দেখি ওমরের চেঙ্গী নদীর কূলে’’, এ পর্যটন কেন্দ্র পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রাম কক্ষ ও বসার সুব্যবস্থা সহ যাওয়ার পথে সিঁড়ি করা হয়েছে। এ টিলার চূড়ায় দাঁড়ালে শহরের ছোটখাটো ভবন, বৃক্ষ শোভিত পাহাড়, চেঙ্গী নদীর প্রবাহ ও আকাশের আলপনা মনকে অপার্থীব মুগ্ধতায় গড়ে তোলে। প্রকৃতিক নৈসর্গের এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সরকার এখানে ইকো পার্ক স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছেন। পর্যবেক্ষণ টাওয়ার থেকে খাগড়াছড়ি কে দেখে দার্জিলিং এর সাথে তুলনা করতে পারবেন। প্রতিদিন শত শত পর্যটক এখানে বনভোজন করতে কিংবা অবসরে বেড়াতে আসেন। পর্যটকদের নিরাপত্তা জন্য এই স্থানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে।
ঝুলন্ত সেতুর দৈর্ঘ্য - ১৮০ ফুট
ঝুলন্ত ব্রিজ করতে ব্যয় হয়েছে - ৭ কোটি টাকা
কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নির্মাণাধীন আরো কিছু স্থাপনা খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র আলুটিলা চেহারা পাল্টে দিয়েছে। নান্দনিক রূপে হাজির হয়েছে পর্যটকদের সামনে মাত্র দু বছরের ব্যবধানে এই পর্যটন কেন্দ্রটি।৭ কোটি টাকা নির্মিত হয়েছে ঝুলন্ত ব্রিজ, নন্দনকানন পার্ক, কুঞ্জ ছায়া পয়েন্ট স্বর্ণতরুণ এছাড়া অ্যাম্ফিথিয়েটার ও খুমপুইরেস্ট হাউস নির্মাণ কাজ শেষ হয়েছে।
আলুটিলা পর্যটন কেন্দ্র কিভাবে যাওয়া যায়
পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় বাস, পেপসি যোগে যাতায়াত করা যায়। তবে ঢাকা থেকে যারা যেতে চান তারা গাবতলী সায়েদাবাদ কল্যাণপুর এখান থেকে বাসে চড়ে সরাসরি আলুটিলা পর্যটন কেন্দ্রে সামনে নামতে পারবেন।
স্থান
অবস্থান খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত।
ছাড়াও খাগড়াছড়ি এর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে
রিসাং ঝর্ণা
বিডিআর সৃতিশোধ
আলুটিলার সুড়ঙ্গ
হটিকালচার পার্ক
দেবতার পুকুর
তৈদু ছড়া ঝর্ণা
হাতিমাথা পাহাড়
মানিকছড়ি মং রাজবাড়ী
রাবার ড্রাম
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির
নিউজিল্যান্ড পাড়া
শতবর্ষী বটবৃক্ষ
ঠান্ডা ছড়া ঝর্ণা
তৈলাফাং ঝর্ণা
তৈলাফাং ঝর্ণাজেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS