বালিখলা কিশোরগঞ্জ বালিখলা দিগন্তবিস্তৃত হাওর, চারিদিকে থই থই পানি এর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তায় এরকম ছবির মত সুন্দর একটি জায়গা যদি আপ...
বালিখলা কিশোরগঞ্জ
বালিখলা
দিগন্তবিস্তৃত হাওর, চারিদিকে থই থই পানি এর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তায় এরকম ছবির মত সুন্দর একটি জায়গা যদি আপনারা খুঁজে পেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে করিমগঞ্জের কিশোরগঞ্জ জেলায় বালিখোলা উপজেলায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি চলে গেছে বালিখোলা থেকে নিয়ামতপুর পর্যন্ত থেকে রাস্তায় বেশ উঁচু হওয়া বর্ষাকালে এটি ডুবে যায় না সেখান থেকে আপনি চাইলে নৌকা নিয়ে হাওর ভ্রমণ করতে পারেন ঢাকা থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসার জন্য বালিখোলা হতে পারে চমৎকার একটি স্থান।
কখন যাবেন
বছরের এই থাকে তবে রাস্তার দু'পাশে পানি দেখতে চাইলে আপনাকে বর্ষাকালে বালিখোলা আসতে হবে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণের জন্য উপযুক্ত সময় এবং আপনি যদি মাছ কিনতে চান এবং ভ্রমণ করতে চান এবং তরতাজা মাছ খেতে চান তাহলে আপনাকে যেতে হবে নভেম্বর থেকে মার্চ মার্চ পর্যন্ত এ সময়ে বিভিন্ন রকম খাল-বিল শুকিয়ে গিয়ে বিভিন্ন রকমের দেশি প্রজাতির মাছ সেখানে পাবেন ।
বালিখোলা বাজারে বিক্রি হয় কোটি কোটি টাকার মাছ বালু নদীর পাড়ে গড়ে ওঠা বাজারে খ্যাতি রয়েছে হাওরের তরতাজা মাছের কিশোরগঞ্জ জেলার হাওরের বিভিন্ন প্রকারের মাছ বিক্রি হয় বালু খোলাবাজারে শুধুমাত্র মাছকে ঘিরেই কয়েক ঘণ্টা বাজা রুই কাতলা বোয়াল শিং-মাগুর চিংড়ি পাবনাসহ ৮০ থেকে ৯০ প্রজাতির দেশীয় মাছ বিক্রি করা হয় এ বাজারে প্রতিদিন সকাল সাতটায় শুরু হয় মাছ বাজারটিতে সকাল দশটা পর্যন্ত আর এই তিন ঘণ্টা বিক্রি হয় কোটি টাকার মাছ।
আবার মাঝে মাঝে মাছ বেশি বেচাকেনা হলে বাবার যদি বেশি পরিমাণে আসে তাহলে দেড় থেকে দুই কোটি টাকারও বেশি হয় হাওড়া প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজারের তাজা মাছের জন্য পাইকারি ও খুচরা বাজারে পাওয়া যায় নদনদী ও মুক্ত জলাশয়ে মাছ ভোর থেকেই ছোট ছোট নৌকা নিয়ে নিয়ে বাজারে আসতে শুরু করে জেলেরা সারারাত হাওরে মাছ ধরার পর ভোরে আলো ফুটবে আগেই ঘাটে চলে আসেন ছোট ছোট নৌকা নিয়ে।
কিভাবে যাবেন
যাবেনঃ ঢাকা থেকে বাসে আপনি আবার ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারবো ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হলে এখন আর আগের মতো ঝামেলা পোহাতে হয় না এখন নিজের ইচ্ছেমতো যেখানে খুশি সেখানে রেখে যেতে পারবেন তবে নির্ধারিত পার্কিংয়ে আপনার গাড়ি রাখতে হবে যে আপনি নৌকা দিয়ে ভ্রমন করতে পারবেন আপনি বাসে যদি যেতে চান তাহলে আপনি গাবতলী অথবা সায়েদাবাদ অথবা কল্যাণপুর থেকে বিভিন্ন রকমের বাস রয়েছে কিশোরগঞ্জ গামী ট্রেনে যেতে চান তাহলে ঢাকার কমলাপুর অথবা এয়ারপোর্ট থেকে ট্রেনে যেতে পারবেন আপনাকে নামতে হবে কিশোরগঞ্জ বাজিতপুর সেখান থেকে অটোতে করে আপনাকে বালিখোলা যেতে হবে।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS