অষ্টগ্রাম মিঠামইন ইটনা হাওর কিশোরগঞ্জ অষ্টগ্রাম মিঠামইন ইটনা হাওর ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক নামে পরিচিত। এই সড়কপথে ২২ টি পাকা সেতু এ...
অষ্টগ্রাম মিঠামইন ইটনা হাওর কিশোরগঞ্জ
অষ্টগ্রাম মিঠামইন ইটনা হাওর
ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক নামে পরিচিত। এই সড়কপথে ২২ টি পাকা সেতু এবং ১০৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন নদীতে ৫টি ফেরি চালু করা হয়েছে। এখন সড়কপথে ভ্রমণ করে শীত-গ্রীস্ম ও যেকোনো সময় হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।
কিশোরগঞ্জের চারটি উপজেলায় হাওরবেষ্টিত, এগুলো হলো নিকলী, অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা। হাওরের প্রবাদ আছে বর্ষাকালে নাও আর শুকনা কালের পাও বর্ষাকালে যখন হাওর পানিতে কানায় কানায় ভরে ওঠে। এ সময় এখানকার যোগাযোগব্যবস্থা একমাত্র নৌকার উপর নির্ভরশীল ছিল। এখন দিন বদলেছে। বর্তমানে যোগাযোগের জন্য নির্মিত হয়েছে অষ্টগ্রাম মিঠামইন ইটনা সাবমারসিবল সড়ক। যে সড়কটি বর্তমানে ৪৭ কিলোমিটার দীর্ঘ ওয়েদার সড়ক নামে পরিচিত। ওয়েদার বলতে বোঝানো হয়েছে যে কোন আবহাওয়ায় এই সড়কটি টিকে থাকার মতো অবস্থায় থাকতে পারে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি এখন পর্যটকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS