জঙ্গলবাড়ি ঈশা খাঁর দুর্গ কিশোরগঞ্জ করিমগঞ্জ নরসুন্দা জঙ্গলবাড়ি ঈশা খাঁর দুর্গ জঙ্গলবাড়ি দূর্গ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ঈশা খ...
জঙ্গলবাড়ি ঈশা খাঁর দুর্গ কিশোরগঞ্জ করিমগঞ্জ নরসুন্দা
জঙ্গলবাড়ি ঈশা খাঁর দুর্গ
জঙ্গলবাড়ি দূর্গ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ঈশা খাঁর স্মৃতিবাহী একটি স্থাপনা। বিশাখা ছিলেন বাংলার বারো ভূঁইয়াদের প্রধান। ঈশা খাঁর জঙ্গলবাড়ি ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী ছিল। বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি স্থাপনা। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে ঈশা খাঁর স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ি দূর্গ। এটি ছিল তার দ্বিতীয় রাজধানী শতাব্দীতে বাংলার স্বাধীনতা রক্ষায় মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে যেসব শাসক যুদ্ধ করেছিলেন, সেই বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন মহালয়া বির ইশাখা।
জঙ্গলবাড়ি ঈশা খাঁর দুর্গ
ঈশা খাঁর মূল রাজধানী সোনারগাঁওয়ে হলে ও জঙ্গলবাড়ি ছিল ঈশা খাঁ দ্বিতীয় রাজধানী ।কারণ জঙ্গলবাড়ি দূর্গ থেকেই তিনি বিশাল ভাটিবাংলা শাসন করতেন, বর্তমানের জঙ্গলবাড়ি দুর্গের ভবনটি ধসে গেল দরবার কক্ষে অনেকটাই ঠিকই আছে এখনো দরবার সংলগ্ণ পান্থশালায় এখনো কিছু কক্ষের অস্তিত্ব দেখা যায়। দেওয়ালে রয়েছে ফুল ও লতাপাতার আলপনা, বাড়ির সামনে রয়েছে সেই আমলের ক্ষরণ করা বিশাল পরীক্ষা, পাশেই মসজিদ, ধারণা করা হয় ঈশা খাঁর হাট এই মসজিদটি নির্মিত হয়েছিল।
জঙ্গলবাড়ি ঈশা খাঁর দুর্গ
অযত্ন-অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে ঐতিহাসিক জঙ্গলবাড়ি দুর্গা, মসজিদের কাছে রয়েছে এই শাখার বংশধরদের বাঁধানো কবর, প্রতিদিনই শাখা সম্পর্কে জানতে চান তার স্মৃতি বিজড়িত দুর্গ দেখতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন।
জঙ্গলবাড়ি ঈশা খাঁর দুর্গ
স্থানীয় এলাকাবাসী ও পর্যটকরা বলছেন অযত্ন-অবহেলায় সংস্কারবিহীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিদর্শন হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় এবং সংরক্ষণ করার মত কিছু না থাকায় পর্যটকরা দেখতে এসে হতাশা হয় স্থানীয় একজন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়।
জনাব আইরিন আক্তার বলেন আমাদের জন্মের পর থেকে এখানে আমরা এই জমিদারবাড়িতে এরকমই দেখে আসতে চাই এবং আমাদের জন্মের পর থেকে স্বাধীনতার পর এখন পর্যন্ত এখানে কোনো সংস্কার কাজ হয়নি আমাদের চোখে পড়েনি তাই জঙ্গলবাড়ি ঈশা খাঁর দুর্গটি বর্তমানে ধ্বংস এবং ছিন্নবিচ্ছিন্ন হতে চলেছে এখনই যদি সংস্কার না করা হয় তাহলে এর কোন চিহ্ন থাকবে না।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS