ফুটবল বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, সকার বিশ্বকাপ অথবা শুধু বিশ্বকাপ নামে পরিচিত আন্তর্জাতিক মানের একটি ফুটবল প্রতিযোগিতা। ফিফা বিশ্বকাপ নিয...
ফুটবল বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, সকার বিশ্বকাপ অথবা শুধু বিশ্বকাপ নামে পরিচিত আন্তর্জাতিক মানের একটি ফুটবল প্রতিযোগিতা।
ফিফা বিশ্বকাপ নিয়ে প্রশ্ন সমাধান ১৯৩০ থেকে ২০২২
ফিফা বিশ্বকাপ নিয়ে প্রশ্ন ও উত্তর বিস্তারিত দেখুন, আমরা উত্তর না জানলে তর্কে না জড়িয়ে গুগলে সার্চ দিয়ে দেখে নিব
ফুটবল বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, সকার বিশ্বকাপ অথবা শুধু বিশ্বকাপ নামে পরিচিত আন্তর্জাতিক মানের একটি ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা ভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা ফুটবল । ১৯৩০ সাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এবং এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে চার বছর পর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও১৯৪৬ সালে শুধুমাত্র এই দুই বার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি ।
ফিফা বিশ্বকাপ
প্রতিষ্ঠিত - ১৯৩০
অঞ্চল - আন্তর্জাতিক ফিফা
দলের সংখ্যা - ৩২ টি, বাছাই পর্বে খেলার যোগ্য -২১১
২০২৬ সালে দলের সংখ্যা হবে - ৪৮টি
বর্তমান চ্যাম্পিয়ন দল - ফ্রান্স ২য় শিরোপা
সবচেয়ে সফল দল - ব্রাজিল ৫ম শিরোপা
প্রতিযোগিতাটি ভাগে বিভক্ত - ২টি
২০২২ ফিফা বিশ্বকাপ তম আসর - ২২
২০২৬ ফিফা বিশ্বকাপ তম আসর - ২৩
২০৩০ ফিফা বিশ্বকাপ তম আসর - ২৪
প্রতিযোগিতা
১৯৩০ , ১৯৩৪ , ১৯৩৮ , ১৯৫০ , ১৯৫৪ , ১৯৫৮ , ১৯৬২ , ১৯৬৬ ,১৯৭০ ,১৯৭৪ ,১৯৭৮ , ১৯৮২ , ১৯৮৬ , ১৯৯০ , ১৯৯৪ , ১৯৯৮ , ২০০২ , ২০০৬ , ২০১০ , ২০১৪ , ২০১৬ , ২০১৮ , ২০২২ , ২০২৬ , ২০৩০ , ২০৩৪ , ২০৩৬ , ২০৪০ ।
প্রতিযোগিতাটি ২ দুটি ভাগে বিভক্ত, বাছাইপর্ব চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্যায়ে কোন দল খেলবে তার নির্বাচনের জন্য অংশগ্রহণকারী দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হয়। বর্তমানে মূল বিশ্বকাপের আগে তিনবছর ধরে প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ধরন অনুযায়ী ৩২ টি জাতীয় দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নেয়। আয়োজক দেশে প্রায় এক মাস ধরে এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা চলে। সংখ্যার দিক দিয়ে বিশ্বকাপ মূলপর্ব বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান। ফিফা হিসেবে অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছে প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক। এ পর্যন্ত অনুষ্ঠিত ২১টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন ফ্রান্স। দ্বিতীয়বার জয়ি ১৯৯৮ ও ২০১৮ । ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল। জার্মানি -২ ও ইতালি -২ শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অন্যদের মধ্যে উরুগুয়ে - ২ দুটি শিরোপা নিয়ে প্রথম ১৯৩০ সালে ও চতুর্থ ১৯৫০ সালের বিশ্বকাপজয়ী। আর্জেন্টিনা ও ফ্রান্স দুবার করে ও এসপেন একবার করে শিরোপা জিতেছেন।
সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে রাশিয়ায় ২০১৮ সালের ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত । এই বিশ্বকাপে ফ্রান্স ক্রোয়েশিয়া কে ফাইনালে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
২০২২ সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারে ৫টি শহরে ৮টি মাঠে অনুষ্ঠিত হচ্ছে । কাতারের তীব্র গৃষ্ম কালীন উত্তাপের কারণে এই এই বিশ্বকাপ খেলাটি মে থেকে জুন অথবা জুলাই মাসে হয়নি। গৃষ্ম কালীন সময়ে না হওয়ার কারণে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ২৯ দিনের সময়সীমায় অনুষ্ঠিত হচ্ছে।
২০৩০ ফিফা বিশ্বকাপ হবে ২৪ তম আসর । এটি হবে বিশ্বকাপের প্রথম ১০০ বছর পূর্তি। যা উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। শত বছর পূর্তি প্রয়োজনীয় ইচ্ছা পোষণ করেছেন।
সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী দল
- ব্রাজিল - ৫
- ইতালি - ৪
- জার্মানি - ৪
- আর্জেন্টিনা - ২
- উরুগুয়ে - ২
- ফ্রান্স - ২
- ইংল্যান্ড - ১
- এসপেন -১
ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল
- ব্রাজিল - ২৩২
- ইতালি - ১২৮
- জার্মানি - ২২৭
- আর্জেন্টিনা - ১৩৮
- ফ্রান্স - ১২৪
- স্পেন -১০৬
ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল
- ব্রাজিল - ৭৩
- ইতালি - ৪৫
- জার্মানি - ৬৭
- আর্জেন্টিনা - ৪৩
- ফ্রান্স - ৩৪
ফিফা বিশ্বকাপের সবচেয়ে বেশি পয়েন্ট প্রাপ্ত দল
- ব্রাজিল - ২৩৭
- ইতালি - ১৫৬
- জার্মানি - ২২১
- আর্জেন্টিনা - ১৪৪
- ফ্রান্স - ১১৮
ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি অংশগ্রহণ দল
- ব্রাজিল - ২২
- ইতালি - ১৯
- জার্মানি - ২০
- আর্জেন্টিনা - ১৮
- ফ্রান্স - ১৬
ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ফ্রি কিক গোল করা দল
- ব্রাজিল - ১৩
- ইংল্যান্ড - ৪
- জার্মানি - ৩
- আর্জেন্টিনা - ৫
- দক্ষিণ কোরিয়া - ৫
- উরুগুয়ে - ৪
- ফ্রান্স - ৩
- ইংল্যান্ড - ৪
- স্পেন - ৫
দেশ অনুযায়ী সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা দল
- ব্রাজিল - ৫
- ইতালি - ২
- জার্মানি - ৩
- আর্জেন্টিনা - ২
- ইংল্যান্ড - ২
- হাঙ্গেরি - ২
দেশ অনুসারে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোল্ডেন বল জেতা দল
- ব্রাজিল - ৭
- ইতালি - ৩
- জার্মানি - ৩
- আর্জেন্টিনা - ৩
- ইংল্যান্ড - ২
- উরুগুয়ে - ২
COMMENTS