কবি চন্দ্রাবতীর মন্দির কিশোরগঞ্জ কবি চন্দ্রাবতীর মন্দির চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। অ...
কবি চন্দ্রাবতীর মন্দির কিশোরগঞ্জ
কবি চন্দ্রাবতীর মন্দির
চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। অণুকাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে, ময়মনসিংহ গীতিকার এর কবি নয় ঘোষ চক্রবর্তী রচিত কথা রচনা করেন। চন্দ্রাবতী মন্দির বাংলাদেশের কিশোরগঞ্জ উপজেলা অবস্থিত বাংলাদেশ মহিলা কবি চন্দ্রাবতী বালি একটি স্থাপনা। বাংলা সাহিত্য ইতিহাসের প্রথম বাঙালি মহিলা কবি হিসেবে সুবিখ্যাত। চন্দ্রাবতী ১৫৫০ সালে জন্মগ্রহণ করেন। বাবা বংশীদাস বিখ্যাত কাব্য মনসামঙ্গল এর রচয়িতা এবং কবি মায়ের নাম সূচনা। কিশোরগঞ্জ শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে পাতায় গ্রামে ফুলেশ্বরী নদীর পাশে কারুকার্যমণ্ডিত দুটি শিব মন্দির রয়েছে এই মন্দিরে কবি চন্দ্রাবতীর শিবমন্দির বা কবি চন্দ্রাবতী মন্দির হিসেবে খ্যাত।
ধারণা করা হয় এই মন্দিরগুলোতে কোভিদ জীবনী বিভিন্ন ঘটনা সম্পৃক্ততা, রয়েছে মন্দির কাছেই দর্শনার্থীদের বসার ব্যবস্থা, প্রতিদিন বিভিন্ন ছুটির দিনে অনেক মানুষ কবি চন্দ্রাবতী মন্দির দেখতে আসেন
ইতিহাস প্রচলিত আছে কিশোরের কবি চন্দ্রাবতীর শিবমন্দির প্রণয়ন হয়, তাদের এ সম্পর্কের কথা মেনে কোভিদ বাবা তাদের বিবাহের দিন ধার্য করেন, পরবর্তী জয়নন্দ প্রতিশ্রুতি ধর্মালম্বী মুসলিম নারীকে বিয়ে করেন। এই ঘটনায় কবি চন্দ্রাবতী ভীষণভাবে ভেঙে পড়েন। এ সময় উপাসনার জন্য তিনি পিতার কাছে একটি মন্দির স্থাপনের অনুরোধ জানান। আবদার রক্ষা জীবন বংশীদাস ফুলেশ্বরী নদীর তীরে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। আজ অবধি এই কবি চন্দ্রাবতীর মন্দির নদীর তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
কিশোরগঞ্জ জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে জেলা সদরে মাই জল কাপন ইউনিয়নের ফুলেশ্বরী নদীর তীরে অবস্থিত পাতি গ্রামে জন্মগ্রহণ করেন কালজয়ী কবি চন্দ্রাবতী। কোভিদ লেখা কবিতা বিশ্বের প্রায় 21 ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে নদী চিনলো না থাকলেও কালের সাক্ষী হয়ে রয়েছে ঐতিহাসিক শিব মন্দির। দেশ-বিদেশের নানা স্থান থেকে দর্শনার্থীরা ঐতিহাসিক শিব মন্দির দেখতে ছুটে আসেন। অংশ স্মৃতি মন্দির উচ্চতা ১১ মিটার। আপনার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১.৭ মিটার, বাংলা সাহিত্যের একজন সার্থক নায়িকা হিসেবে কিংবদন্তি হয়ে রয়েছেন, রোমান্টিক মনের অধিকারী চন্দ্রাবতীর জীবনে ঘটে যাওয়া প্রেমের বিয়োগান্ত ঘটনার বিবরণ পাওয়া যায় ময়মনসিংহের গীতিকার নয়ন ঘোষ রচিত পালায়।
১২ টি অধ্যায় ৩৫৪ সত্যের লোগোটি চন্দ্রাবতীর জীবনে তথ্যভিত্তিক লিখিত প্রামাণ্য দলিল। নয়নচাঁদ ঘোষের গণনায়, যাদের সাথে সুন্দরী চন্দ্রাবতীর ছিল গভীর প্রণয়ন পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়। কিন্তু জয়ানন্দ আসমানী নামের একটি মেয়েকে বিবাহ করে ফেলায় চন্দ্রাবতী নাওয়া-খাওয়া ত্যাগ করেন। চন্দ্রাবতী তার পিতার নিকট প্রার্থনা করেন। প্রথমটি হলো ফুলেশ্বরী নদীর তীরে মন্দিরের প্রতিষ্ঠা করা এবং দ্বিতীয় টি চিরকুমারী থাকার ইচ্ছা। পিতার ইচ্ছায় রাজি হন। অনুতপ্ত হয়ে চন্দ্রাবতীর নিকট ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করেন কিন্তু চন্দ্রাবতী রাজি না হয় জনতার বাড়ির পাশে ফুলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে নিজের প্রাণ বিসর্জন দেন।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS