মায়াবিনী লেক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা মায়াবিনী লেক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ভাইবোনছড়া কংচাইরি পাড়ায় পাহাড়ের মাঝে অসাধা...
মায়াবিনী লেক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা
মায়াবিনী লেক
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ভাইবোনছড়া কংচাইরি পাড়ায় পাহাড়ের মাঝে অসাধারন প্রকৃতির রূপে অপরূপ সুন্দর একটি পর্যটনকেন্দ্র মায়াবিনী লেক। শীতল সচ্ছ জল ভেসে বেড়ায় মাছ। চারিদিকে বিস্তীর্ণ অরণ্যঘেরা সবুজের সমারোহে পাহাড়ের মাঝে হ্রদ। হ্রদের মাঝখানে ও রয়েছে টিলা, টিলা গুলোতে তৈরি করা হয়েছে গোলঘর বিশ্রাম গান। পাহাড়ের উচু নিচু ৪০ একর জায়গায় নিসর্গময় ১৫ একর লেকের মাঝখানে দ্বীপের মত পর্যটন স্পট।
মায়াবিনী লেক প্রাকৃতিক ভাবে তৈরি বাঁশের সাঁকো।হ্রদে ঘুরার জন্য রয়েছে ৪টি নৌকা। চারিদিকে মনমুগ্ধকর প্রকৃতি-পরিবেশ দেখতে পড়ন্ত বিকেলের লীগের চারিদিকে প্রকৃতি দেখে মন চঞ্চল হয়ে ওঠে। ঝাকে ঝাকে হাঁসের পাখির পাশাপাশি দেখা যায় সাদা কালো বড় মাছের লাফালাফি ইত্যাদি মনমুগ্ধকর দৃশ্য দেখা যায়।
বিভিন্ন দর্শনীয় স্থানের থেকে মায়াবিনী লেক অন্যতম একটি পর্যটন কেন্দ্র। মায়াবিনি লেগে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যাতে পর্যটকদের কোনোরকম অসুবিধা না হয় সেজন্য। মায়াবিনি লেকের কাছাকাছি রয়েছে ভাইবোনছড়া তে রাবার ড্রাম, বৌদ্ধ ধর্মালম্বীদের উপসানালয়, অরণ্য কুটির সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ রয়েছে।
পিকনিকের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে মায়াবিনী লেকে। মায়াবিনি লেকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অংহ্লাপ্রু মারমা মায়াবিনী লেক এ যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৫৫৩৬৬৯৫৯৬
কিভাবে যাবেন
ঢাকা থেকে খাগড়াছড়ি তে সরাসরি যাওয়ার জন্য এসি নন এসি পরিবহনের ব্যবস্থা রয়েছে যেমন শ্যামলী, সৌদিয়া, আরো বিভিন্ন বাস রয়েছে আপনারা গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর সহ বিভিন্ন স্থান থেকে যেতে পারবেন মায়াবিনী লেক।
খাগড়াছড়ি থেকে পানছড়ি উপজেলা সড়কের দিকে সিএনজি অথবা মাহিন্দ্র পরিবহন উপজেলা ভাইবোনছড়া বাজারে সেখান থেকে পশ্চিম দিকে 5 মিনিটের কংচাই পাহাড়ে মায়াবিনি লেকে যেতে পারবেন।
কোথায় থাকবেন
খাগড়াছড়ি শহরের বিভিন্ন মানের হোটেল রয়েছে ভাড়া দরদাম ঠিক করে নেবেন কারণ সেখানে ২০০টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত থাকার ব্যবস্থা আছে।
হোটেল গুলোর নাম
হোটেল শিল্পী ।যোগাযোগের নাম্বার - ০৩৭১৬১৭৯৫
হোটেল ইকোছড়ি ইন ক্যান্টনমেন্টের পাশে পাহাড়ি পরিবেশে অবস্থিত ।যোগাযোগের নাম্বার ০৩৭১৬২৬২৫ অথবা ৩৭৪৩২২৫
হোটেল সৈল সুবর্ণ ।যোগাযোগের নাম্বার ০৩৭১৬১ ৪৩৬
পর্যটন মোটেল চেঙ্গী নদীর পার হলেই পড়বে শহরে ঢুকতেই চেঙ্গী নদী ।যোগাযোগের নাম্বার -০৩৭১৬২০৮৪৮৫
মায়াবিনী লেক ছাড়াও খাগড়াছড়ি এর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে
রিসাং ঝর্ণা
দিঘলিয়া জুলন্ত বিরিজ
বিডিআর সৃতিশোধ
আলুটিলার সুড়ঙ্গ
হটিকালচার পার্ক
দেবতার পুকুর
তৈদু ছড়া ঝর্ণা
হাতিমাথা পাহাড়
মানিকছড়ি মং রাজবাড়ী
রাবার ড্রাম
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির
নিউজিল্যান্ড পাড়া
শতবর্ষী বটবৃক্ষ
ঠান্ডা ছড়া ঝর্ণা
তৈলাফাং ঝর্ণা
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS