শিশু উদ্যান ও রিসোর্ট জয়পুরহাট, শিশু উদ্যান রিসোর্ট শিশু উদ্যান ও রিসোর্ট সবুজে ঘেরা এই রাজ্য প্রতিনিয়ত দোলা দেয় নির্মম বাতাসে দিগন্তে...
শিশু উদ্যান ও রিসোর্ট জয়পুরহাট, শিশু উদ্যান রিসোর্ট
শিশু উদ্যান ও রিসোর্ট
সবুজে ঘেরা এই রাজ্য প্রতিনিয়ত দোলা দেয় নির্মম বাতাসে দিগন্তের ছোঁয়া প্রান্তর জুড়ে যেন বিনোদনের সময় বয়ে চলেছে এখানে যান্ত্রিক জীবনে হাঁপিয়ে ওঠা অশান্ত মন কে প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে জয়পুরহাট শিশু উদ্যান রিসোর্ট এর পাশাপাশি এখানে আছে শিশু ও বয়স্কদের জন্য একটি উদ্যান, জয়পুরহাট শিশু উদ্যান জয়পুরহাট শহর থেকে আট কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমে বুলুপাড়া নামক স্থানে। প্রকৃতিপ্রেমী রফিকুল ইসলাম চৌধুরী ৬০ বিঘা জমির উপর ২০০৫ সালে গড়ে তুলেছেন শিশু উদ্যান ও রিসোর্ট পার্কটি।
নানারকম ভাস্কর্য তৈরি করা হয়েছে, আছে লেগ, এজা আপনাকে সহজেই মুগ্ধ করবে। সাজানো-গোছানো এই শিশু উদ্যান রয়েছে বিশাল আকৃতির লেগ। শিশুদের নানারকম খেলার জন্য রয়েছে নাগরদোলা, টয় ট্রেন, চোরকি, থ্রিডি মুভি, সুইমিং পুল, দোলনা সহ বিভিন্ন রাইট। ছোট পরিসরে গড়ে তোলা হয়েছে ঘরে তৈরি ছোট ছোট ঘর। সবুজে ঘেরা শিশু উদ্যান এ পিকনিক করার সুব্যবস্থা পাশাপাশি চালু হয়েছে শুটিং স্পট। সপ্তাহের 7 দিন এই শিশু পার্ক কি খোলা থাকে সকাল ১০ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS