গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কিশোরগঞ্জ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি গাঙ্গাটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত হোস...
গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কিশোরগঞ্জ
গাঙ্গাটিয়া জমিদার বাড়ি
গাঙ্গাটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত হোসেনপুর উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতকের স্থাপত্যকলা অনুসারে নির্মাণ করা হয়। স্থানীয়দের কাছে এই বাড়িটি মানবারি নামে পরিচিত। মানব নামটি মানব বাবু জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী মানব কেন্দ্র চক্রবর্তী নাম অনুসারে পরিচিত। অতি প্রাচীন জমিদার বাড়ি সৃষ্টি ৮শ শতকের শেষের দিকে। দিননাথ চক্রবর্তীর হাত ধরে এর যাত্রা শুরু হয়। তিনি ইংরেজদের কাছ থেকে হোসেন শাহী পরগনার একটি অংশ কিনে এই জমিদার বাড়ি এবং জমিদারি শুরু করেন।
গাঙ্গাটিয়া জমিদার বাড়ি
ইতিহাস থেকে জানা যায় বাবু অতুল চন্দ্র চক্রবর্তী সূত্রে আঠারবাড়ী জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরীর কাছ থেকে গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি জমিদারিতে অন্তর্ভুক্ত করেন।
গাঙ্গাটিয়া জমিদার বাড়ি
স্থানীয় ইতিহাসবিদ ও হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক একেএম হাকিম জানান দিনরাত চক্রবর্তী পূর্বপুরুষেরা ছিলেন ব্রাহ্মণ শাস্ত্রীয় পন্ডিত। তারা ১৬ শতকের দিক থেকে বর্তমান জমিদারবাড়ির দক্ষিণের শিব মন্দিরের বসতি শুরু করেন ১৮ শতকের শেষদিকে দিনরাত চক্রবর্তীর হাত ধরে বর্তমানে বাড়িটির যাত্রা শুরু হয় ইংরেজদের কাছ থেকে হোসেন শাহী পরগনার কিছু অংশ কিনে জমিদারি শুরু করেন।
গাঙ্গাটিয়া জমিদার বাড়ি
দৃষ্টিনন্দন কারুকার্যে বাড়িতে রয়েছে কাচারি ঘর, নহবতখানা, দরবার গৃহ ও মন্দির, জাগিরের রয়েছে চারিদিকে সুউচ্চ প্রাচীর, বাড়ির সামনে রয়েছে সবুজে গেরা বিশাল বাগান ও পুকুর, যা ৯.৮৫ একর জায়গা নিয়ে অবস্থিত। এছাড়াও বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে সুবিশাল অভিরাম মাঠ চাষাবাদের ব্যবস্থা, যা পর্যটকদের আকৃষ্ট করে।
গাঙ্গাটিয়া জমিদার বাড়ি
ব্রিটিশ শাসনামলে কলকাতার কাঞ্চনকে রাজা আদিশূরের সময়ে বাংলাদেশ ময়মনসিং জেলা দিননাথ চক্রবর্তীর পূর্বপুরুষ ছিলেন যেমন করতে স্মৃতি নাথ চক্রবর্তী চৌধুরী সে সময়ে জমি চাষের জন্য কোন লোকবল পাওয়া যেত না, ওই সময় গরু নিয়ে জমি দিয়ে লাঙ্গল জোয়াল হেঁটে হেঁটে ও তাকে জমি চাষ করতে বাধ্য করা হতো। ব্রিটিশদের এসব অত্যাচারের কারনে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। কাজেই এখন আর কেউ জমি দান নাড়ি। জমিদারের জমিদারি প্রথা না থাকলেও ঐতিহাসিক নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে আছে জমিদার বাড়ি ও বিশাল পুকুর যা নতুন প্রজন্মকে ইতিহাস জানার সুযোগ করে দিচ্ছে ।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS