সহকারি শিক্ষক পদে যোগদান করতে যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন জানুন Know all the documents you need to join the post of assistant teacher. ...
সহকারি শিক্ষক পদে যোগদান করতে যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন জানুন
Know all the documents you need to join the post of assistant teacher.
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য আগামী ৩১ তারিখ এর মধ্যে যে সকল কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে / সংগ্রহ করে রাখতে হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন শিক্ষকদের সুযোগ-সুবিধা সমূহ
চাকরিতে যোগদান করতে নিচের আবেদন ফরম পূরণ করে প্রাথমিক শিক্ষা অফিসে জমা করতে হবে নির্ধারিত তারিখের পূর্বেই:
সকল সনদের মূল কপি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের মূল কপি, অনধিক ৩ মাস পূর্বের ৮ কপি ছবি পাসপোর্ট সাইজের সত্যায়িত, মূল সনদ জমা রাখবে না এটা শুধু সাথে রাখতে হবে মূল সনদ দেখে সাথে সাথেই আপনাদেরকে ফেরত দিয়ে দিবে।
ওয়েবসাইট কিংবা লাইব্রেরী থেকে পুলিশ ভেরিফিকেশনের ২ সেট ফর্ম সংগ্রহ করে তা স্পষ্ট ভাবে পূরণ করে রাখবেন। আপনার ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান নাম এবং বিগত ৫ বছর কোথায় ছিলেন সেটা স্পষ্ট অক্ষরে লিখবেন। ২ জন গেজেটেড কর্মকর্তার নাম দিতে হবে। এটা নিয়ে টেনশনের কোন কিছুই নেই শুধু আপনার পরিচিত জনের নাম দিতে হবে।
সহকারি শিক্ষক পদে যোগদান করতে যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন
What To Do After Getting Govt.Job Appointment Letter সরকারী চাকুরীর যোগদানের পূর্বে যা যা করবেন
চাকরিরত অবস্থায় চাকরির আবেদন করতে হলে নিতে হবে অনুমতি | Govt. Jobs News
সরকারি কর্মচারী আচরণ বিধিমালা বিধি ২ প্রয়োগ যাদের ক্ষেত্রে এ বিধিমালা প্রযোজ্য হবে
মেডিকেল খুব গুরুত্বপূর্ণ বিষয়। জেলা সিভিল সার্জন অফিস হতে অনুমতিক্রমে সরকারি প্রতিষ্ঠান থেকে ড্রপ টেস্ট করাবেন । ড্রপ টেস্ট করাতে খরচ যাবে আমাদের লিংকে দেখে নিতে পারেন এখানে ক্লিক করে কোথা থেকে করাবেন বিস্তারিত আবার সিভিল সার্জনের অনুমতিক্রমে যেখানে আপনাকে টেস্টগুলো করতে বলবে সেখান থেকে করতে হবে। ড্রপ টেস্ট এর সাথে আপনি ইউরিন টেস্টও করাবেন। বুকের এক্সরে এবং অন্যান্য টেস্ট সিভিল সার্জন অফিসে অনুমোদনক্রমে করাবেন। চোখের টেস্ট ওখানেই হবে সিভিল সার্জন অফিসে। এরপর সিভিল সার্জন অফিস থেকে আপনাকে স্বাস্থ্য সনদ দিবে। সিভিল সার্জন অফিস হতে ফিটনেস নেওয়ার জন্য কোন টেনশন নাই আপনার আপনি নির্দ্বিধায় নিজে গিয়ে কোনরকম যোগাযোগ ছাড়া করতে পারবেন সিভিল সার্জন অফিস থেকে আজ পর্যন্ত কেউ আনফিট হয়নি।
মাতৃত্বকালীন ছুটি ও আবেদন পত্র Maternity leave and application form
টেস্ট বাংলাদেশের যে কোন স্থান থেকে করানো যাবে, তবে রিপোর্ট নিজ জেলার সিভিল সার্জন অফিস জমা দিয়ে শ্বাস নিতে হবে। সিভিল সার্জন অফিস সহকারী খরচ বাবদ ৪৫০ টাকা দিতে হবে।
আপনার ভেরিভিশন এর জন্য করণীয় আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান কে আপনার চাকুরীর বিষয়টি অবহিত করে রাখবেন। যে সকল অফিসার ভেরিভিশন করার জন্য আসবে তাদেরকে সহায়তা করবেন তাদের রিপোর্ট দেওয়ার জন্য।
যতটা সম্ভব বিনয়ী হবেন। বিনয় কখনই আপনাকে ছোট করবে না বরং এত বড় করবে যে আপনি আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারবেন।
আপনার উপজেলায় যে ব্যাংকের শাখা আছে সবচেয়ে নিরিবিরি সে ব্যাংকের একটি একাউন্ট করে রাখবেন। কারণ আপনি চাকরিতে যোগদান করার পর আপনার বেতন ইএফটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে।
৩০০ টাকা স্ট্যাম্পে আপনাকে অঙ্গীকারনামা দিতে হবে অঙ্গীকারনামা জন্য যেটা লিখতে হবে লিঙ্কে দেখুন।
চাকরি হওয়ার পর আপনি ২০ লক্ষ টাকা থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন হাউজ লোন।
চাকরি হওয়ার পর আপনি ২ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত সেলারি লোন নিতে পারবেন।
সকল ধরনের কাগজপত্র কমপক্ষে ৫ সেট সত্যায়িত ফটোকপি সব সময় সাথে রাখবেন যেকোনো প্রয়োজনে লাগতে পারে।
চাকুরীতে যোগদানের আগে আপনাকে স্থাবর অস্থাবর , সম্পদের হিসাব এর বিবরণী ফরম ফিলাপ করতে হবে ফর্ম ডাউনলোড করতে লিংকে ক্লিক করুন।
চাকরিতে যোগদান করতে যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে এক নজরে দেখে নিন বিস্তারিত।
চাকরির নিয়ম অনুযায়ী আপনাকে সার্ভিস বহি কিনতে হবে আপনার সারা জীবনের চাকুরীর জন্য কমপক্ষে ৫টি সার্ভিস বহি কিনে একসাথে বাঁধাই করে রাখবেন এটা আপনার সারা জীবনের জন্য প্রয়োজন।
COMMENTS