কুতুব শাহ মসজিদ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা অবস্থিত কুতুব শাহ মসজিদ অষ্টগ্রাম কৌতুক মসজিদ বা কুতুব শাহ মসজিদ কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজে...
কুতুব শাহ মসজিদ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা অবস্থিত
কুতুব শাহ মসজিদ অষ্টগ্রাম
কৌতুক মসজিদ বা কুতুব শাহ মসজিদ কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ মসজিদ।ষোড়শশতাব্দীতে কুতুবশাহ নামে এক আউলিয়া পাস গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের নিকটে কুতুবশাহ রহমতউল্লাহ এর মাজার রয়েছে। হযরত কুতুব শাহ রহমাতুল্লাহ হযরত শাহজালাল এর সংজ্ঞা দাও তো ৩৬০ আউলিয়া একজন বলে জনশ্রুতি রয়েছে। হরযত শাহাজালাল রহমাতুল্লাহ চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশে আসেন এবং ১৩০৩ খ্রিস্টাব্দ শ্রী হট্ট জয় করেন। হযরত কুতুব শাহ রহমতুল্লাহর নাম অনুসারে কুতুবশাহ মসজিদের নামকরণ করা হয়েছে। ১৯০৯ সালে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত করেন।
সঠিকভাবে নির্ণয় করা না গেলেও মসজিদের নির্মাণ শেলী ও অলংকার এর ধরন বিশ্লেষণ করে ধরে নেওয়া যায় যে, কুতুব মসজিদ ষোল শতকের শেষভাগে নির্মিত একটি সুলতানি মসজিদ, বৃহত্তর ময়মনসিংহ জেলার টিকে থাকা মুসলিম স্থাপত্য এই মসজিদটিকে সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়।
মসজিদের উত্তর-দক্ষিণে লম্বা এবং ৪ চার কোণে রয়েছে চারটি ত্রিভুজাকৃতি বুরুজ , বুরুজ এর উপরের চারটি মিনার, বুড়োর গায়ে আলংকারিক এর কাজ রয়েছে, ৫ গম্বুজবিশিষ্ট মাঝারি আকারের কুতুব মসজিদের ছাদের কার্নিশ, ৫ টি গম্বুজ এর মধ্যে অপেক্ষাকৃত বড় এবং চার কোণের ৪ চারগুন অপেক্ষাকৃত ছোট, মসজিদের পূর্বে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে প্রবেশপত্র হয়েছে, ভেতরের পশ্চিমের কিবলার দেওয়ালে মিহরাব এর সংখ্যা তিনটি, মাঝের মধ্যে অপেক্ষাকৃত ছোট ২ দুটি মিল রয়েছে, কুতুব মসজিদের বাইরে দেওয়ালের সুন্দর প্লানিং এর কাজ রয়েছে যা শেরপুর বগুড়া খেরুয়া মসজিদ এর সঙ্গে শারজা সম্পূর্ণ।
ফুল লতা পাতা সম্বলিত পোড়ামাটির ফলক ও বাইরের দেয়ালে অলংকরণের ব্যবহৃত রয়েছে, মসজিদের সামনে খোলা আঙ্গিনায় উত্তর-পূর্বদিকে ধ্বংসস্তূপ একটি পাকা কবর রয়েছে, ধারণা করা হয় যে, সম্ভব কুতুব শাহ এর, তার নামে নামেই মসজিদ হিসেবে পরিচিত, লাভ করে ।
কিভাবে যাবেন
কিশোরগঞ্জ শহরের একরামপুর রেলগেট থেকে সিএনজি, অটোরিকশা দিয়ে বালিখোলা বেরিবাধ নেবে ট্রলার বা নৌকাযোগে মিঠামইন, মিঠামইন থেকে রিকশা বা মোটরসাইকেলযোগে অষ্টগ্রাম অষ্টগ্রামে অবস্থিত কুতুব শাহ মসজিদ।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS