ঠান্ডা ছড়া ঝর্ণা খাগড়াছড়ি জেলার দীঘিনালা ঠান্ডা ছড়া ঝর্ণা দেয়াল ঘেরা ঠান্ডা ছড়া Thanda chore খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ধর্ম...
ঠান্ডা ছড়া ঝর্ণা খাগড়াছড়ি জেলার দীঘিনালা
ঠান্ডা ছড়া ঝর্ণা
দেয়াল ঘেরা ঠান্ডা ছড়া Thanda chore খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ধর্মগড় এলাকায় অবস্থিত একটি ঝর্ণা। দুই পাশে কালো পাথরের দেওয়ালের মাছ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা, তাই এর নামকরণ করা হয়েছে ঠান্ডা ছড়া Thanda chore। দুইপাশে পাথরের দেওয়ালের কারণে আপনি ঝর্ণার যত ভেতরের দিকে যাবেন ঠান্ডা অনুভব করতে পারবেন।খাগড়াছড়িতে এই ঠান্ডা ছড়া Thanda chore। ছড়ার ভেতরের পথ প্রায় ৬০০ গজ। ছোট ছোট সবুজ পাহাড়, পাহাড়ের গা বেয়ে নামা ঝরনা, ছড়ার পাশে ফুটে থাকা বুনোফুল, নাম না জানা অনেক রকম পাখি মুগ্ধ করবে। আশেপাশের গ্রাম থেকে পানি নিতে আসে এই ছড়ায়।
’’ঠান্ডা ছড়া ঝর্ণা’’ ছাড়াও খাগড়াছড়ি এর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে
রিসাং ঝর্ণা
বিডিআর সৃতিশোধ
আলুটিলার সুড়ঙ্গ
হটিকালচার পার্ক
দেবতার পুকুর
তৈদু ছড়া ঝর্ণা
হাতিমাথা পাহাড়
মানিকছড়ি মং রাজবাড়ী
রাবার ড্রাম
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির
নিউজিল্যান্ড পাড়া
শতবর্ষী বটবৃক্ষ
তৈলাফাং ঝর্ণা
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS