পাগলা দেওয়ার বধ্যভূমি Crazy Dewan Slaughterhouse পাগলা দেওয়ান বধ্যভূমি Crazy Dewan Slaughterhouse পাগলা দেওয়ান বধ্যভূমি গণহত্যার অন্যত...
পাগলা দেওয়ার বধ্যভূমি Crazy Dewan Slaughterhouse
পাগলা দেওয়ান বধ্যভূমি Crazy Dewan Slaughterhouse
পাগলা দেওয়ান বধ্যভূমি গণহত্যার অন্যতম নিদর্শন জয়পুরহাট সদর উপজেলার চর বরকত ইউনিয়নের । বাংলাদেশ পাকিস্তান যুদ্ধচলাকালীন ১৯৭১ সালে ১০ হাজার বাঙালিকে নির্মমভাবে হত্যা করে গণকবর দেওয়া হয়েছে এই পাগলা দেওয়ান বধ্যভূমিতে Crazy Dewan Slaughterhouse।
- অবস্থান - বাংলাদেশ, জেলাঃ জয়পুরহাট,উপজেলা জয়পুরহাট সদর ইউনিয়ন চর বরকত
- নিবেদিত - ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা
- পাগলা দেওয়ান ছিল পাকিস্তানী সেনাবাহিনীর - ক্রাম্প ও বাঙ্কার
- দেওয়ালের কয়েদিকে ভাঙ্গা - ২ দিকে
- মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা করেছিল কত জনকে - ১২২ জন নিরীহ গ্রামবাসীকে
- নাম - পাগলা দেওয়ান বধ্যভূমি Crazy Dewan Slaughterhouse
- দর্শনীয় স্থান - পাগলা দেওয়ান বধ্যভূমি
ইতিহাস
১৯৯২ সালে স্থানীয় সাংবাদিকদের প্রচেষ্টায় এই বধ্যভূমিটি সম্পর্কে দেশবাসী জানতে পারে । ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন রাজাকার বাহিনীর প্ররোচনায় কোনরকম উস্কানি ছাড়াই পাকসেনারা ১২২ জন নিরীহ গ্রামবাসীকে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা করেছিল। স্থানীয় ভাবে হত্যা ও নির্যাতন ছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও বিভিন্ন এলাকার মানুষ যারা প্রাণের ভয়ে পালিয়ে ভারতে আশ্রয়ের জন্য এই পথ দিয়ে যাচ্ছিলেন তাদেরকে ধরে লুটপাট করে নির্মমভাবে হত্যা করেছিল এই বধ্যভূমিতে। পাগলা দেওয়ান ছিল পাকিস্তানী সেনাবাহিনীর ক্রাম্প ও বাঙ্কার।
মুক্তিযুদ্ধ আমাদের অহংকার।১৯৭১ মহান মুক্তিযুদ্ধে লাখো বাঙালি অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন দেশের জন্য। দেশের বিভিন্ন প্রান্তের লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন অনেকেই। তাদের কেউ আমাদের চেনা কেউ বা অচেনা। বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত রাখতে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত হয়েছে ভাস্কর্য ও স্মৃতিফলক। এছাড়া প্রতিটি এলাকায় স্মৃতিস্তম্ভ বধ্যভূমি নিয়ে স্মৃতিচিহ্ন হিসেবে রেখেছেন সদর উপজেলার চর বরকতে পাগলা দেওয়ান বধ্যভূমি Crazy Dewan Slaughterhouse মহান মুক্তিযুদ্ধে জয়পুরহাট জেলায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শিকার হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধাসহ অনেক নিরীহ সাধারণ মানুষ।
সে সময়ে নানা স্থানে তাদের মাটিচাপা দিয়ে পুতে রাখা হয়েছে। এগুলো হলো জেলাসদর এর পাগলা দেওয়ান বদ্ধভূমি, কাদিপুর বধ্যভূমি ও আক্কেলপুর বধ্যভূমি। এর মধ্যেও পাগলা দেওয়ান বদ্ধভূমি Crazy Dewan Slaughterhouse অন্যতম।
স্বাধীনতার পর প্রায় দু-তিন মাস পর্যন্ত পচা লাশের গন্ধে এই এলাকার মানুষ বসবাস করতে পারেনি। চাষের জমিতে খুব দিলেই বেরিয়ে আসত অর্ধ গলিত লাশের হাড়গোড়। ১৯৯২ ।সালে স্থানীয় সাংবাদিকদের প্রচেষ্টায় এই বধ্যভূমিটি সম্পর্কের দেশবাসী জানতে পারে। উক্ত স্থানে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।
সৃতিশোধ
পাগলা দেওয়ান বধ্যভূমি স্মৃতিসৌধ Crazy Dewan Slaughterhouse এর সর্বোচ্চ স্তম্ভটি কাল টাইলস বা টালি দ্বারা নির্মিত । স্তম্ভের দেবী টি লাল ইটের তৈরি। ইটের তৈরি একটি দেওয়াল সম্পূর্ণ স্তম্ভের সবচাইতে বড় অংশ দখল করে আছে। দেওয়ালির দুদিক ভাঙ্গা। দেয়াল ঘটনার দুঃখ-শোক এর গভীরতা নির্দেশ করেছে। দেওয়ালের দক্ষিণ ও পশ্চিম পাশে একটি জানালা আছে। এ জানালা দিয়ে পিছনের আকাশ দেখা যায়। জানালাটি দেওয়ালের বিশালতাকে কমিয়ে আনে।
১৭ কিলোমিটার জয়পুরহাট শহর থেকে পশ্চিম দিকে সদর উপজেলার ইউনিয়ন ও নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় শাহজাহানপুর ইউনিয়নে সীমান্তবর্তী পাগলা দেওয়ান বধ্যভূমি Crazy Dewan Slaughterhouse অবস্থিত।
জেনে নিন ভ্রমণের দরকারি টিপসঃ Know Useful travel tips
শীতকালীন ছুটিতে ঘুরতে বা বেড়াতে যাওয়া আরামদায়ক তাই শীতকালে পরিবার পরিজন নিয়ে যেকোন ভ্রমণস্পটে বা পিকনিকে যাওয়া খুবই আনন্দদায়ক।এই শীতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করছেন। কোথায় ঘুরতে যাবেন তার আগে প্রয়োজন প্রস্তুতি । ঘুরতে যাওয়ার আগে ভালো প্রস্তুতির উপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে।
সাথে রাখুনঃ
জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জরুরি ফোন নম্বরসমূহ, হোটেল বা কটেজ সমূহের ঠিকানা ও ফোন নম্বর। শীতবস্ত্র, পানির বোতল, রোদের চশমা, ফোনের চার্জার এবং প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত অর্থকরি।
কোথায় যাবেনঃ
বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহের মধ্যে নির্ধারণ করে নিন আপনি কোথায় যেতে চান। বেড়াতে যাওয়ার আগে দেখুন কোন জেলার কোথায় কি কি দর্শণীয় স্থান রয়েছে। দেখে ভেবে নিন কোথায় বেড়াতে যাবেন। শীতকালের জন্য ভ্রমণের উপযোগী স্থানসমূহ হলো সাগর, পাহাড়, হাওড়, বন, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ সঙ্গে কাদের নিয়ে যাবেন। যেখানে যাবেন সেখানকার সুযোগ-সুবিধা কেমন। এই বিষয়গুলো চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন কোথায় যাওয়া ভালো্।
কিভাবে যাবেনঃ
ভ্রমণে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি বাস, ট্রেন, প্রাইভেট কার, লঞ্চ কোনটায় যাবেন তা নির্ধারণ করতে হবে। ফোনে বা কারো মাধ্যমে রাস্তার লোকেশন জেনে নিন।
COMMENTS