ড্রাইভিং সংক্রান্ত প্রশ্নোত্তর চেকলিষ্ট *বাধ্যতামূলক * সতর্কতামূলক * তথ্যমূলক Driving Questions And Answers !! Mandatory *Cautionary *In...
ড্রাইভিং সংক্রান্ত প্রশ্নোত্তর
চেকলিষ্ট
*বাধ্যতামূলক * সতর্কতামূলক * তথ্যমূলক
Driving Questions And Answers !! Mandatory *Cautionary *Informational
ড্রাইভিং পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর
Driving test sample question answers
১। প্রশ্ন উত্তরের জন্য এখানে ক্লিক করুন PDF
২। Mcq এর জন্য এখানে ক্লিক করুন PDF
৩। ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন PDF
*বাধ্যতামূলক * সতর্কতামূলক * তথ্যমূলক
১।প্রশ্ন: সিলিন্ডার ক্যাপাসিটি বলতে কি বুঝায়?
উত্তর: পিষ্টন টিডিসি (TDC) হতে বিডিসি (BDC) তে নামার পর যে পরিমান জায়গা খালি হয় তাকে সিসিএ (কিউভিক সেন্টিমিটার) প্রকাশ করা হয় একেই সিলিন্ডার ক্যাপাসিটি বলে।
২। প্রশ্ন: চার সিলিন্ডার বিশিষ্ট একটি গাড়ির ক্যাপাসিটি ১৬০০ সিসি এর অর্থ কি ?
উত্তর: উক্ত গাড়ির প্রত্যেকটি সিলিন্ডারের ক্যাপসিটি ৪০০ সিসি। এ হিসাবে গাড়ির ইঞ্জিনের ক্যাপসিটি ৪০০ x ৪ = ১৬০০ সিসি।
৩। প্রশ্ন: একটি গাড়ির সামনে ভি-৮ লিখা আছে এর অর্থ কি ?
উত্তর: উক্ত গাড়ির ইঞ্জিন ভি টাইপের এবং সিলিন্ডার সংখ্যা ৮ টি।
৪।প্রশ্ন: একটি মোটর গাড়িতে সামনে বামে চালিত লেখা থাকলে কি বুঝায় ?
উত্তর: আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ষ্টিয়ারীং হুইল গাড়ির ডান পাশে থাকে । অপর দিকে গাড়ির ষ্টিয়ারিং হুইল বাম পাশে থাকলে তাকে বামে চালিত গাড়ি বলে।
৫। প্রশ্ন: কোন কোন গাড়ির সামনে কথাটি উল্টোভাবে লেখা থাকে কেন ?
উত্তর: সামনের গাড়ির চালক তার রিয়ার ভিউ মিররে (আয়নায়) যাতে লেখাটি ঠিকভাবে বুঝতে পারে ।
৬। প্রশ্ন: গাড়ির সামনে ও পিছনে লাল রংয়ের ইংরেজী L অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এর দ্বারা কি বুঝায় ?
উত্তর: এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত গাড়ি। এ গাড়ি হতে সাবধান হতে হবে ।
৭। প্রশ্ন: ফোর হুইল ড্রাইভ গাড়ি বলতে কি বুঝায় ?
উত্তর: সাধারণত: গাড়ির পেছনের দুই চাকার ইঞ্জিনের পাওয়ার (ক্ষমতা) সরবরাহ হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে যে গাড়ির চারটি চাকায় (সামনের ও পিছনের) পাওয়ার সরবরাহ করা হয়, তাকে ফোর হুইল ড্রাইভ গাড়ি বলে ।
৮। প্রশ্ন: ১০০ অকটেন বলতে কি বুঝায় ?
উত্তর: যে পেট্রোল বা অকটেনে আইসো অকটেনের ভাগ শতকরা ১০০ ভাগ এবং নরমাল হেপাটেইনের ভাগ (০) তাকে ১০০ অকটেন বলে।
৯।প্রশ্ন: পেট্রোলের সহিত কি পরিমান অকটেন ব্যবহার করা উচিত ?
উত্তর: ২:১ অর্থা’ দুই লিটার পেট্রোলের সহিত এক লিটার অকটেন ব্যবহার করা উচিত।
১০। প্রশ্ন: অকটেন বেশি ব্যবহার করলে কি ক্ষতি হয় ?
উত্তর: অকটেন বেশি ব্যবহার করলে ইঞ্জিনে বেশি তাপের সৃষ্টি হয় ফলে অল্প দিনেই সাইলেন্সর ছিদ্র হয়ে যায়।
১১। প্রশ্ন: গাড়ি রাস্তায় চলার সময় হঠা’ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে ?
উত্তর: ইঞ্জিন ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেলে ফুয়েল লাইন চেক করতে হবে ।
১২।প্রশ্ন: ইঞ্জিনের ফায়ারিং অর্ডার বলতে কি বুঝায় ?
উত্তর: ইঞ্জিনের একটি সিলিন্ডারে পাওয়ার স্ট্রোক সংঘটিত হওয়ার পর অন্য কোন সিলিন্ডারে পর পর পাওয়ার সংঘটিত হবে, তার ক্রমবিন্যাসকে বুঝায় ।
১৩।প্রশ্ন: একটি চার সিলিন্ডার বিশিষ্ট পেট্রোল ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কি ?
উত্তর: ১-৩-৪-২ অথবা ১-২-৪-৩
১৪।প্রশ্ন: লুব অয়েল (মবিল) কোথায় দিতে হয় ?
উত্তর: ইঞ্জিনের উপরে রকার আর্ম কভারে অবস্থিত পোর্টে চালা হয় । ইহা পরে অয়েল সাম্পে জমা হয় ।
১৫।প্রশ্ন: অয়েল সাম্পে লুব অয়েল কি পরিমান আছে তা কিভাবে পরীক্ষা করতে হবে ?
উত্তর: ডিপষ্টিক এর মাধ্যমে ।
১৬।প্রশ্ন: রেডিয়টরের কাজ কি ?
উত্তর: রেডিয়টেরর ভিতরে পানি থাকে। উক্ত পানি ইঞ্জিনের বিভিন্ন অংশে পাম্প এবং ওয়াটার জ্যাকেটের মাধ্যমে ইঞ্জিনকে ঠাণ্ডা করে, অত্যধিক গরম অবস্থায় রেডিয়টরে পূণরায় ফিরে আসে, রেডিয়েটর এই গরম পানিকে ঠাণ্ডা করে পূণরায় ইঞ্জিনে পাঠায় ।
১৭।প্রশ্ন: ব্রেক অয়েল কোথায় দিতে হয়ে এবং কখন দিতে হয় ?
উত্তর: মাষ্টার সিলিন্ডারে ব্যবহারের জন্য একটি নির্ধারিত পটে ব্রেক অয়েল দিতে হয় । প্রতিদিন গাড়ি চালু করার পূর্বে পরিদর্শন করতে হয় ব্রেক অয়েলের পরিমাণ ঠিক আছে কিনা । যা পটের গায়ে চিহ্নিত দাগ দেখে বুঝাা যায় । যখন কমে যায় তখন ব্রেক অয়েল দিতে হয় ।
১৮।প্রশ্ন: পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি ?
উত্তর: (ক) পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা হয় ও ডিজেল ইঞ্জিনে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়।
(খ) পেট্রোল ইঞ্জিন কার্বোরেটর থাকে কিন্তু ডিজেল ইঞ্জিনে কার্বোরেটরের স্থলে হাই প্রেসার পাম্প ব্যবহার করা হয়।
(গ) পেট্রোল ইঞ্জিনে ডিষ্ট্রিবিউটর থাকে কিন্তু ডিজেল ইঞ্জিনে ডিষ্ট্রিবিউটরের কাজ হাই প্রেসার পাম্পের সাহায্যে সমাধান করা হয় ।
(ঘ) পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে কিন্তু ডিজেল ইঞ্জিনে ইনজেকটর থাকে ।
১৯।প্রশ্ন: প্রশ্ন: কোন ধরণের ট্রুটির কারণে সাধারণত ইঞ্জিন ষ্টার্ট হয় না ।
উত্তর: ক। ফুয়েল ট্যাংকে জ্বালানি না থাকলে।
খ। ব্যাটারির চার্জ না থাকলে বা দুর্বল চার্জ হলে ।
গ। ষ্টার্টিং সুইচ ঠিকমত কাজ না করলে ।
ঘ। ডিজেল ইঞ্জিনে ফুয়েল লাইনে হাওয়া ঢুকলে ।
ঙ। পেট্রোল ইঞ্জিনে হাই টেনশেন তার বা লো টেনশন তার ঢিলা হলে বা ছিঁড়ে গেলে ।
২০ ।প্রশ্ন: প্রশ্ন: ব্যাটারির কাজ কি ?
উত্তর: ক। ইঞ্জিনকে চালু করতে সহায়তা করবে ।
খ। পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে কারেন্ট সরবরাহ করে ।
গ। সকল প্রকার লাইট জ্বালাতে এবং মিটার সমূহ চালাতে সহায়তা করে ।
ঘ। হর্ণ বাজাতে সাহায্য করে ।
২১।প্রশ্ন: কখন ক্লাচ দিতে হয় ?
- গিয়ার পরিবর্তন করার সময় ।
- ব্রেক করার সময় যদি গাড়ি থেমে যেতে চায় ।
- এক্সিলেটর
COMMENTS