ড্রাইভিং লাইসেন্স পেতে কিছু মৌখিক প্রশ্নোত্তর : ড্রাইভার বা গাড়ী চালকদের যা জানা প্রয়োজন !! ১। প্রশ্ন : অরক্ষিত লেভেল ক্রসিং এ গাড়ি চা...
ড্রাইভিং লাইসেন্স পেতে কিছু মৌখিক প্রশ্নোত্তর:
ড্রাইভার বা গাড়ী চালকদের যা জানা প্রয়োজন !!
১। প্রশ্ন: অরক্ষিত লেভেল ক্রসিং এ গাড়ি চালানোর সময় গাড়ী চালকের দায়িত্ব হল:
উত্তর: গাড়ীর গতি কমিয়ে ডানে বামে নিরাপদ মনে হলে অতিক্রম করবে।
২। প্রশ্ন: দূর্ঘটনার প্রধান তিনটি কারণ হল:
উত্তর: অননুমোদিত ওভারটেকিং, ওভার লোডিং, অতি দ্রুত গতিতে গাড়ী চালানো ।
৩। প্রশ্ন: লুব্রিকেটিং ওয়েল (মবিল) এর কাজ কি ?
উত্তর: ইঞ্জিনের ঘূর্ণায়মান যত্রাঙশ পিচ্ছিল করা, ঘূর্ণিয়মান যন্ত্রাংশের ক্ষয়রোধ করা ও ইঞ্জিনকে আংশিক ঠাণ্ডা রাখা ।
৪। প্রশ্ন: রোড সাইনকে কয় ভাবে ভাগ করা হয়ে থাকে ?
উত্তর: তিন ভাগে । যথা: সতর্কতামূলক, বাধ্যতামূলক ও তথ্যমূলক ।
৫। প্রশ্ন: প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা কি ”
উত্তর : প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হলো ; ইন্ডিকেটর দিয়ে গতি কমিয়ে সতর্কতা দিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা ।
৬ । প্রশ্ন: কোন কোন স্থানে হর্ণ বাজানো নিষেধ ?
উত্তর : হাসপাতাল, বিদ্যালয় ও আবাসিক এলাকা ।
৭ । প্রশ্ন: গাড়ী দূর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব হলো ?
উত্তর : আহত ব্যাক্তির চিকি’সার ব্যবস্থা করা ।
৮ । প্রশ্ন: গাড়ী রাস্তায় চালাতে হলে যে সকল বৈধ কাগজ পত্রের প্রয়োজন তা কোনগুলো ? ( হালকা অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে )
উত্তর : রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, বৈধ ড্রািইভং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, বীমা সার্টিফিকেট ।
৯ । প্রশ্ন: কোন দিক থেকে প্রবেশের সময় সিগন্যাল ব্যবহার ছাড়াই যাওয়া যেতে পারে ?
উত্তর : সোজা যাওয়ার সময় ।
১০ । প্রশ্ন: গোল চক্করে গাড়ী চালানোর নিয়ম কি ?
উত্তর : ডান দিক থেকে আগত গাড়ীকে প্রাধান্য দেয়া ।
১১ । প্রশ্ন: মহাসড়ক মোটরকারের জন্য জাতীয় প্রযোজ্য গতিসীমা কি
উত্তর : ১১০ কে পি এইচ ।
১২ । প্রশ্ন: বিধি মোতাবেক কোন দিক দিয়ে ওভারটেক করা যায় ?
উত্তর : ডান দিক দিয়ে ।
১৩ । প্রশ্ন: স্পার্কিং প্লাগ কোথায় থাকে ?
উত্তর : ইঞ্জিন সিলিন্ডার হেডে ।
১৪ । প্রশ্ন: ব্যাটারির এসিড লেভেল কমে গেলে কি দিতে হয় ?
উত্তর : বিশুদ্ধ পানি ।
১৫ । প্রশ্ন: কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় কি ধরণের সতর্কতা অবলম্বন করা উচিত ?
উত্তর ; গাড়ির ফগ লাইট ব্যবহার করে ধীর গতিতে চালানো ।
১৬ । প্রশ্ন: মোটরযানে কয় ধরনের ব্রেক থাকে ?
উত্তর : দুই ধরনের ।
১৭ । প্রশ্ন: ডিস্টিল ওয়াটার কোথায় ঢালতে হয় ?
উত্তর : ব্যাটারিতে ।
১৮ । প্রশ্ন: ব্রেক অয়েল কোথায় ঢালতে হয় ?
উত্তর : মাষ্টার সিলিন্ডার পটে ।
১৯ । প্রশ্ন: ইঞ্জিনে ব্যবহৃত লুব অয়েল (মবিল) কোথায় জমা থাকে ?
উত্তর : অয়েল সাম্পে ।
২০ । প্রশ্ন: ক্লাসের কাজ হলো :
উত্তর ; ইঞ্জিন ও গিয়ার বক্সের মধ্যে সংযোগ ও বিচ্ছিন্ন করা ।
COMMENTS