সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোই অন্তর্ভুক্তির লক্ষ্য প্রণীত আইন নং৪ জানুয়ারি ২০২৩ সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ১৭ মাঘ,১৪২৯ মোতা...
সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোই অন্তর্ভুক্তির লক্ষ্য প্রণীত আইন নং৪ জানুয়ারি ২০২৩
সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ১৭ মাঘ,১৪২৯ মোতাবেক ৩১ জানুয়ারি,২০২৩ তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করিয়াছে এবং এতো দ্বারা আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ আইন নং৪
দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোই অন্তর্ভুক্তির লক্ষ্য প্রণীত আইন।
৬০ বছরের বেশি পেনশন পেয়ে হাসি
যেহেতু দেশের সর্বস্তরের জনগণের বিশেষ কোরিয়া গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবদ্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করা প্রয়োজন; এবং যেহেতু ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যায় হ্যাসের কারণে নির্ভরশীলতার হার বৃদ্ধি পাইবে; এবং যেহেতু সর্বজনীন পেনশন সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতো দ্বারা নিম্নরূপ আইন করা হলো।
অসচ্ছল চাঁদা দাতা অর্থ পেনশন স্কিমে চাঁদা প্রদানকারী কোন চাঁদা দাতা, যিনি শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে চাঁদা প্রদানে সক্ষমতা হারিয়েছেন
অ্যানুইটি অর্থ সর্বজননী পেনশন স্টিমে ধার্যকীয় হারে অংশগ্রহণকারী চাদা দাতা কর্তৃক নিরিবিচ্ছিন্নভাবে চাঁদা প্রদানের সত্বে তাহার বয়স ৬০ বৎসর পূর্তিতে আজীবন বা পেনশনে থাকাকালীন চাচা দাতার মৃত্যুজনিত কারণে তাহার নমিনিকে নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক নির্ধারিত হারে প্রদত্ত পেনশন।
কর্তৃপক্ষ অর্থ দ্বারা ৪ এর উপধারা১ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষ
চাঁদা দাতা অর্থ পেনশন স্কিমে চাঁদা প্রদানকারী ব্যক্তি
তফসিলি ব্যাংক‘‘ অর্থ Bangladesh Bank order.1972 (p.o.No.127 of 1972) এর Article-2(j) তে সংজ্ঞায়িত তফসিলি ব্যাংক
তফসিল’ অর্থ ধারা ১৬ এর অধীন গঠিত সর্বজনীন পেনশন তো হবে
নির্ধারিত অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত
নির্বাহী চেয়ারম্যান‘‘ অর্থধারা ৬ এর উপধারা ২ এর অধীন নিযুক্ত জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান
পরিচালনা পর্ষদ‘‘ অর্থধারা ১০ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ
পেনশনার‘‘ অর্থধারা ১৪ এর বিধান অনুযায়ী পেনশন প্রাপ্ত ব্যক্তি
পেনশনের সম্মুখ অফিস‘‘ অর্থ পেনশন স্কিমে অংশগ্রহণকারী চাঁদা দাতাগণ এর মাসিক চাঁদা সংগ্রহ এবং সংগ্রহীত চাঁদা পেনশন তহবিলে জমা করনের কাজে নিয়োজিত অফিস
প্রবিধান‘‘ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান
বিধি‘‘ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি
সরকার‘‘ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে বুঝাবে
সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা কমিটি‘‘ অর্থ ধারা ২২ এর উপধারা ১ এ বর্ণিত কমিটি এবং
ইস্কিম‘‘ অর্থ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সর্বজনীন পেনশন স্কিম
আইনের প্রাধান্য - আপাতত বলব অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানগুলি জন্য পাইবে
জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার -১ এই আইন কার্যকর হইবার পর সরকার, যথাশীগ্রই সম্ভব এই আইনের উদ্দেশ্য পূরণ করবে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করিবে
কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহা স্থায়ী ধারাবাহিকতা ও সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইন বা ততদিন প্রণীত বিধবা প্রবিধান সাপেক্ষে ইহার স্থাবর বা অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন পরিবার, অধিকার রাখিবার হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা নিজ নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে
কর্তৃপক্ষের কার্যালয় - কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে এবং কর্তৃপক্ষ প্রয়োজন সরকারের পূর্ব অনুমোদন ক্রমে দেশের যেকোনো স্থানে ইহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে
কর্তৃপক্ষের গঠন ইত্যাদি - একজন নির্বাহী চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে
নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর মেয়াদ ও শর্ত বিডি দ্বারা নির্ধারিত হইবে
চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর মেয়াদ ও শর্ত দ্বারা নির্ধারিত হইবে
চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর মেয়াদ ও শর্ত বিধি দ্বারা নির্ধারিত হইবে
কর্তৃপক্ষ সহ সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ব্যয় সরকার নির্বাহ করিবে
নির্বাহী চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন
কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী - এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ
সর্বজনীন পেনশন পদ্ধতি চালু সুস্থ ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিতকরণ
সর্বজনীন পেনশন পদ্ধতির আওতায় উহার চাঁদাগনের স্বার্থ সংরক্ষণ
সর্বজনীন পেনশন স্কিম গ্রহণ, ইস্কিমে প্রবেশ যোগ্যতা ও সত্য সমূহ নির্ধারণ অনুমোদন ইস্কিম পরিচালনা, তত্ত্বাবধান এবং পেনশন তহবিলের পুঞ্জীব জমার বিনিয়োগ ব্যবস্থাপনা,
পেনশন স্কিমে চাঁদা দাতাগণের জমাকৃত অর্থের সুরক্ষা নিশ্চিতকরণ
চাঁদা দাতা গণের অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের অনুমোদনক্রমে প্রবিধান প্রণয়ন
কর্তৃপক্ষ স্বয়ং অথবা অপর কোন কার্যালয়ে বা প্রতিষ্ঠান বা ব্যক্তিক কর্তৃত্ব প্রদানের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা, বাস্তবায়ন বা উহার বিষয়ে কোনো গবেষণার নিন্মুক্ত তথ্য সংগ্রহ বা গবেষণা কার্যক্রম পরিচালনা
জনসাধারণের মধ্যে সর্বজনীন পেনশনের উদ্দেশ্য ও লক্ষ্য, অবসরকালীন নিরাপত্তা ও পেনশন সম্পর্কে ধারণা প্রদান ও বহুল প্রচারের মাধ্যমে পেনশন স্কিমে অংশগ্রহণের উৎসাহিত পরিবার পদক্ষেপ গ্রহণ
সর্বজনীন পেনশন স্কীমের সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহের কর্মচারীগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ফিবা অন্য চার্জ নির্ধারণ
নির্ধারিত স্থান ও সময়ে, হিসাবরক্ষণ বহি ও অন্যান্য দালিলবিয়াদী কাগজপত্র প্রকাশ
সর্ব জননী পেনশন বা পেনশন তহবিল বা উপহার সহিত সংশ্লিষ্ট কোন বিষয়ে কোন অভিযোগ বা বিরোধ নিষ্পত্তি বা অনিয়ম সম্পর্কে তথ্য সংগ্রহের ব্যবস্থা গ্রহণ এবং
এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে প্রয়োজনীয় অন্যান্য কার্যাবলী সম্পাদক
ঋণ গ্রহণের সক্ষমতা - এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে, কর্তৃপক্ষ সরকারের পূর্ব অনুমোদনক্রমে নিজ নামে ঋণ গ্রহণ করিতে পারিবে
কর্তৃপক্ষ কর্তৃক সম্পত্তি কোরের ক্ষমতা - সর্ব জননী পেনশন স্কিম বা এই স্কিমের আওতাধীন কোনও কার্যক্রম, ইস্কিম অথবা প্রকল্প সহিত সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা কর্মচারী এই আইন এর কোন বিধান লংঘন করিলে আদালতের মাধ্যমে উক্ত ব্যক্তি বা কর্মচারী সম্পত্তি বা এক বা একাধিক ব্যাংক হিসাব ঞোক করিতে পারবেন
পরিচালনা পর্ষদ - এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্ন বর্ণিত সদস্য সমন্বয়ে একটি পেনশন পরিচালনা পর্ষদ গঠন হইবে।
- অর্থমন্ত্রী, যিনি উপহার চেয়ারম্যান হইবেন
- গভর্নর, বাংলাদেশ ব্যাংক
- সচিব, অর্থ বিভাগ
- সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড
সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়
সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
সচিব ফ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
সচিব ডার্ক ও টেলিযোগাযোগ বিভাগ
সচিব প্রধানমন্ত্রী কার্যালয়
চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটির এন্ড এক্সচেঞ্জ কমিশন
সভাপতি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিআই
সভাপতি বাংলাদেশ এমপ্লয়মেন্ট ফেডারেশন
সভাপতি বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বি ডব্লিউ
পরিচালনা পর্ষদ, প্রয়োজনে যেকোনো ব্যক্তিকে পর্ষদের সবাই অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবেন
পরিচালনা পর্ষদ বৎসরে ন্যূনতম তিন দিন সভা অনুষ্ঠান করিবে
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহিত পরামর্শক্রমে নির্বাহী চেয়ারম্যান পর্ষদের সভা আহবান করিবে এবং এরূপ সভা পর্ষদের চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে
সংখ্যাগরিষ্ঠ সদস্য গণের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সভায় ফোরাম গঠিত হইবে ও উপস্থিত সদস্য গণের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের সিদ্ধান্ত গৃহীত হইবে
পরিচালনা পর্ষদের কার্যাবলী - পরিচালনা পর্ষদ,এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে এই আইনের অধীন প্রবিধান প্রণয়ন কর্তৃপক্ষের যে কোন নীতি বা কৌশল অথবা কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ অথবা কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান
COMMENTS