জাতীয় পরিচয় পত্র কিভাবে সংশোধনের আবেদন করলে সংশোধন হবে। How to apply for correction of national identity card will be corrected.
জাতীয় পরিচয় পত্রের যে সকল বৈধ প্রমাণাদি (এক বা একাধিক) বিবেচনায় নেওয়া হয়। Any valid proof of National Identity card (one or more) is taken into account.
এনআইডি কার্ড/ ভোটার আইডি কার্ড সংশোধন এর আবেদন দুই ভাবে করা যায়। প্রথমত সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম -২ সংগ্রহ করে পূরণ করতে হবে। ভোটার আইডি কার্ড সংশোধন ফি রকেট/ বিকাশ এর মাধ্যমে জমা দিয়ে তার রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র পিন আপ করে জমা দিয়ে সংশোধনের কার্যক্রম শুরু করতে হয়। আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করুন ফরম (সরাসরি এন আই ডি উইং এ আবেদনের জন্য)। আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন ফরম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য।
ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক, সচরাচর কোন এলাকায় বসবাস করেন কিন্তু এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি এবং আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকে জন্ম তারিখ ০১/০১/২০০৩ বা তার পূর্বে তাহলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে আপনার এলাকার সিডিউল মোতাবেক ফর্ম -২ পূরণ করে ভোটার হল। ভোটার হওয়ার সময় আপনার কিছু সংযুক্ত কাগজপত্র প্রয়োজন হবে, যা নিম্নরূপ
- এস এস সি সনদ, বয়স প্রমাণের সনদ
- অনলাইন জন্ম নিবন্ধন বয়স প্রমাণের সনদ
- পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ টিআইএন বয়স্ক প্রমাণের সনদ যদি থাকে
- ইউটিলিটি বিলের কপি/ বাড়ি ভাড়া রশিদ/ হোল্ডিং ট্যাক্স রশিদ ওই এলাকায় সচরাচর বসবাস করেন এরূপ কোন প্রমাণ
- নাগরিকত্বের সনদ প্রযোজ্য ক্ষেত্রে
- মা, বাবা স্বামী/ স্ত্রীর আইডি কার্ডের কপি প্রযোজ্য ক্ষেত্রে
নতুন নিবন্ধন সম্পর্কিত কিছু তথ্য ও জিজ্ঞাসা? Some information and queries regarding new registration
১। প্রশ্ন: আমি যথাসময়ে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারিনি। এখন কি করা যাবে?
উত্তর: সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসের যথাযথ কারণ উল্লেখ করব আবেদন করতে পারবেন।
২। প্রশ্ন: আমি বিদেশে অবস্থানের কারণে ভোটার রেজিস্ট্রেশন করতে পারিনি এখন কিভাবে করতে পারব?
উত্তর: সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে বাংলাদেশ পাসপোর্ট এর অনলিপি সহ জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, এস এস সি প্রযোজক ক্ষেত্রে সনদ, ঠিকানার সমর্থনের ইউটিলিটি বিলের কবি বা বাড়ি ভাড়া বা হোল্ডিং ট্যাক্স এর রশিদের আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট ফর্ম সমূহ পূরণ করতে হবে।
৩। প্রশ্ন: আমি ২০০৭/২০০৮ অথবা ২০০৯/২০১০সালে ভোটা রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেই সালে ভোটার রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেই সময় আইডি কার্ড গ্রহণ করিনি।এখন কিভাবে আইডি কার্ড পেতে পারি?
উত্তর: আপনি আপনার ভোটার রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত প্রাপ্তি স্বীকার পত্রটি নিয়ে যে স্থানে ভোটার হয়েছেন সেই এলাকায় উপজেলা/ থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। যদি সেখানেও না পাওয়া যায় তাহলে প্রাপ্তি রশিদে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যসহ স্বাক্ষর ও সিল দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর যোগাযোগ করা যাবে।
৪। প্রশ্ন: ভোটার তালিকার নামের সাথে বিভিন্ন খেতাব, পেশা, ধর্মীয় উপাধি পদবী ইত্যাদি যুক্ত করা যাবে কিনা?
উত্তর: ভোটার তালিকা ডাটাবেজে শুধুমাত্র নাম সংযুক্ত করা হয়, কোন উপাধি বা অর্জিত পদবী তাতে সংযুক্ত করার অবকাশ নেই।
৫। প্রশ্ন: কোথা হতে আইডি কার্ড সংগ্রহ করা যাবে?
উত্তর: যে এলাকায় ভোটার রেজিস্ট্রেশন করেছেন সেই এলাকার উপজেলা নির্বাচন অফিস থেকে আইডি কার্ড সংগ্রহ করা যাবে।
৬। প্রশ্ন: আমি বিদেশে চলে যাব। আমার কার্ড কি অন্য কেউ উত্তোলন করতে পারবে?
উত্তর: হ্যাঁ। আপনার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি যথাযথ ক্ষমতাপত্র ও প্রাপ্তি স্বীকার পত্র Authorization Letter নিয়ে তা সংগ্রহ করাতে পারবে।
৭। প্রশ্ন: কার্ডে ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে কি হবে?
উত্তর: জেল বা জরিমানা অথবা অবায়দন্ডে দণ্ডিত হতে পারে।
৮। প্রশ্ন: জাতীয় পরিচয় পত্র নম্বর ১৩ আবার কারো ১৭ কেন?
উত্তর: ২০০৮এরপরে যত আইডি কার্ড ক্লিন করা হচ্ছে বা পুনরায় তৈরি করা হয়েছে সে সকল কার্ডের নম্বর ১৭ ডিজিট করা হয়ে থাকে।
৯। প্রশ্ন: বিভিন্ন দলিলে আমার বিভিন্ন বয়স/ নাম আছে। কোনটা ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
উত্তর: এসএসসি অথবা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত বয়স ও নাম। ভবিষ্যতে ৫ম/৮ম সমাপনী পরীক্ষার সনদ ও গ্রহণযোগ্য হবে। লেখাপড়া না জানা থাকলে জন্ম সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ও আবেদন করা যাবে ।
১০। প্রশ্ন: আঙ্গুলের ছাপ দিয়ে কি ডুবলিকেট এন্টি সনাক্ত করা সম্ভব?
উত্তর: হ্যাঁ, সনাক্ত করা সম্ভব।
১১। প্রশ্ন: এক ব্যক্তির পক্ষে কি একাধিক নামে ও বয়সে একাধিক কার্ড পাওয়া সম্ভব?
উত্তর: না, একজন একটি মাত্র কার্ড করতে পারবেন। তথ্য গোপন করে একাধিক স্থানে ভোটার হলে কেন্দ্রীয় সার্ভারে আঙ্গুলের ছাদ দ্বারা তা ধরা পড়বে এবং তার বিরুদ্ধে মামলা হবে।
১২। প্রশ্ন: নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি কাগজপত্র দিয়ে প্রয়োজন?
উত্তর: জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সম্মানের পরীক্ষা পাশের সনদ যদি থাকে, ঠিকানা প্রমাণের জন্য কোন ইউটিলিটি বিলের কপি, নাগরিক সনদ ,বাবা-মা এবং বিবাহিত হলে এনআইডি কার্ড এর ফটোকপি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স,TIN নম্বর যদি থাকে।
১৩। প্রশ্ন: আমি খুব দরিদ্র ও বয়স ১৮ বছরের কম। ১৮ বছরের উপরে বয়স দেখিয়ে একটি এনআইডি কার্ড পেলে গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্য কোথাও চাকরি করতে পারি। মানবিক কারণে এই পরিস্থিতি বিবেচনা করা যায় কি?
উত্তর: না, ১৮ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানবিক বিবেচনার কোন সুযোগ নেই।
১৪। প্রশ্ন: আমি ভুলে ২বার রেজিস্ট্রেশন করে ফেলেছি এখন কি করব?
উত্তর: যতদূর তো সম্ভব বিষয়টি সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা জানান বর্তমানে Fingerprint Matching কার্যক্রম চলছে।অচিরেই সকল Duplicate Entry সনাক্ত করা হবে। যা শাস্তিযোগ্য অপরাধ।
১৫। প্রশ্ন: আইডি কার্ড আছে কিন্তু ২০০৮ এর সংসদ নির্বাচনের সময় ভোটার তালিকায় নাম ছিল না। এরূপ সমস্যা সমাধানের উপায় কি?
উত্তর: NID রেজিস্ট্রেশন Wing /উপজেলা/ জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।
১৬।প্রশ্ন: একজনের কার্ড অন্য জন সংগ্রহ করতে পারবে কিনা?
উত্তর: ক্ষমতাপত্র ও প্রাপ্তি স্বীকার রশিদ নিয়ে আসলে সংগ্রহ করা যাবে
১৭। প্রশ্ন: আপনারা বিভিন্ন ধরনের ফরম এর কথা বলেছেন ?এগুলো কোথায় পাওয়া যাবে?
উত্তর: এন আই ডি রেজিস্ট্রেশন Wing /উপজেলা/ জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে অথবা www.ecs.gov.bd বা www.nidw.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
১৮। প্রশ্ন: রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কি করতে হয়?
উত্তর: রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়িত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হয়।
১৯। প্রশ্ন: বয়স/ জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি?
উত্তর: এসএসসি বা সম্মানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সম্মানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্ত-পূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষার সাপেক্ষে সঠিক নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
২০। প্রশ্ন: স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কিভাবে করতে পারি?
উত্তর: নতুন স্বাক্ষর এর নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।
২১। প্রশ্ন: আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, আমার কাছে প্রমাণিত কোন দলিল নেই, কিভাবে সংশোধন করা যাবে?
উত্তর: সংশ্লিষ্ট উপজেলা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২২। প্রশ্ন: একটি কার্ড কতবার সংশোধন করা যায়?
উত্তর: এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। তবে কোন যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না।
হারানো কার্ড সংক্রান্ত কিছু জিজ্ঞাসা ?
১। প্রশ্ন: আইডি কার্ড হারিয়ে গিয়েছে। কিভাবে নতুন কার্ড পেতে পারি?
উত্তর: নিকটতম থানায় জিডি করে জিডির মূলক কবিসহ সংশ্লিষ্ট উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
২। প্রশ্ন: হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোন ফি দিতে হয়?
উত্তর: এখনও হারানো কার্ড পেতে কোন ফি দিতে হয় না। তবে ভবিষ্যতে হারানো আইডি কার্ড পেতে/ সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য করা হবে।
৩। প্রশ্ন: হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?
উত্তর: হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।
৪। প্রশ্ন: হারিয়ে যাওয়া আইডি কার্ড কিভাবে সংশোধন করব?
উত্তর: প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।
৫। প্রশ্ন: প্রাপ্তি স্বীকার পত্র /সিলিপ হারালে করণীয় কি?
উত্তর: সিলিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদনপত্র জমা দিতে হবে।
৬। প্রশ্ন: প্রাপ্তি স্বীকার পত্র/ আইডি কার্ড হারিয়ে গেছে কিন্তু কোন ডকুমেন্ট নেই বা এন আই ডি নম্বর/ ভোটার নম্বর/ স্লিপের নম্বর নেই, সেই ক্ষেত্রে কি করনীয়?
উত্তর: সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস থেকে ভোটার নাম্বার সংগ্রহ করে এনআইডি রেজিস্ট্রেশন উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।
৭। প্রশ্ন: জাতীয় পরিচয় পত্রের নেই কিন্তু তথ্য পরিবর্তন হয়েছে এমন তথ্য দিন পরিবর্তন কিভাবে সম্ভব?
উত্তর: জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে এ সংক্রান্ত কাগজপত্র সহ আবেদন করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।
৮। প্রশ্ন: জাতীয় পরিচয় পত্রের মান বর্তমানে তেমন ভালো না এটা কি ভবিষ্যতে উন্নত করার সম্ভাবনা আছে?
উত্তর: হ্যাঁ। আগামীতে স্মার্ট আইডি কার্ড প্রদানের জন্য কার্যক্রম চলমান আছে যাতে অনেক উন্নত ও আধুনিক ফিচার থাকবে এবং মান অনেক উন্নত হবে। সারা বাংলাদেশেই স্মার্ট আইডি কার্ড প্রদান করা হচ্ছে।
আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করুন ফরম (সরাসরি এন আই ডি উইং এ আবেদনের জন্য)। Application form for amendment of ID (For Application directly NID wing)
আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন ফরম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য। Application form for correction of ID card for application at upazila Thana election office.
ক্র: নং | সংশোধনের ধরন | সংশোধনের বিবরণ | যে সকল বৈধ প্রমাণাদি ( এক বা একাধিক) বিবেচনায় নেওয়া যেতে পারে | আবেদনের শ্রেণী |
১ | নিজ নামের বানান সংশোধন ( নাম পরিবর্তন ব্যতীত) | নিবন্ধিত ব্যক্তির নিজের নামের বানান সঠিক মুদ্রিত না হয়ে থাকলে; ( যেমন: রাহেলা বেগম হতে রাহিলা বেগম) | ফরম -২/পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সন্তানের পাবলিক পরীক্ষার সনদ, ফরম -২ এ প্রদত্ত স্বাক্ষর, ২০০৭ সালের পূর্বে ভোটার আইডি কার্ড ও অন্যান্য প্রমাণাদি। | ক |
২ | নিজমূল নাম ঠিক রেখে নামের আংশিক পরিবর্তন হলে | যেমন: নাজমা বেগম হতে নাজমা সুলতানা | ফরম -২/পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সন্তানের পাবলিক পরীক্ষার সনদ,অন্যান্য প্রমাণাদি, তদন্ত প্রতিবেদন । | ক |
৩ | নাম সংশোধন | বিদ্যমান জাতীয় পরিচয় পত্রে বর্ণিত বাংলা নাম অনুসারে ইংরেজি নাম বা ইংরেজি নাম অনুসারে বাংলা নাম | নিবন্ধন ফরম - ২/ বিদ্যমান জাতীয় পরিচয় পত্র/ ডাটাবেজে রক্ষিত স্বাক্ষর। | ক |
৪ | পিতা/ মাতার মূল নাম ঠিক রেখে আংশিক পরিবর্তন হলে | যেমন: সাইফুল ইসলাম হতে মোঃ সাইফুল শেখ | ফরম -২/পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ,পিতা/ মাতার জাতীয় পরিচয় পত্র, ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের কপি ও জে.এস.সি / এস.এস.সি বা তদূর্ধ সনদ, অন্যান্য প্রমাণাদি। | ক |
৫ | পিতা/ মাতার নামের বানান সংশোধন ( নাম পরিবর্তন ব্যতীত) | যেমন আফজোল গাজী হতে আফজাল গাজী | ফরম -২ /পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ,পিতা/ মাতার জাতীয় পরিচয় পত্র, ভাই বোনের জাতীয় পরিচয় পত্রের কপি,অন্যান্য প্রমাণাদি, তদন্ত প্রতিবেদন । | ক |

ক্র নং | সংশোধনের ধরন | সংশোধনের বিবরণ | যে সকল বৈধ প্রমাণাদি ( এক বা একাধিক) বিবেচনায় নেওয়া যেতে পারে | আবেদনের শ্রেণী |
৬ | স্বামী/ স্ত্রীর মূল নাম ঠিক রেখে নামের আংশিক পরিবর্তন হলে | যেমন শহিদুজ্জামান হাওলাদার হতে মোহাম্মদ শহীদুজ্জামান | ফরম -২/স্বামী/ স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের কপি, বিবাহ রেজিস্ট্রেশন বিবাহ রেজিস্ট্রেশন, সার্টিফিকেট পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সন্তানের পাবলিক পরীক্ষার সনদ, ও অন্যান্য প্রমাণাদি। | ক |
৭ | স্বামী/ স্ত্রীর নামের বানান সংশোধন ( নাম পরিবর্তন ব্যতীত ) | যেমন আব্দুর রেহমান হতে আব্দুর রহমান | ফরম -২/স্বামী/ স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের কপি, বিবাহ রেজিস্ট্রেশন বিবাহ রেজিস্ট্রেশন, সার্টিফিকেট পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সন্তানের পাবলিক পরীক্ষার সনদ, ও অন্যান্য প্রমাণাদি। | ক |
৮ | পিতা/ মাতা/ স্বামী /স্ত্রীর মৃত সাল পরিবর্তন |
| সিটি কর্পোরেশন/ পৌরসভা পৌরসভা /ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত অনলাইন মৃত্যু সনদ অন্যান্য প্রমাণাদি | ক |
৯ | জন্ম নিবন্ধন নম্বর পরিবর্তন/ সংশোধন |
| সিটি কর্পোরেশন/ পৌরসভা পৌরসভা /ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত অনলাইন সনদ, অন্যান্য প্রমাণাদি | ক |
১০ | জন্মতারিখ সংশোধন | পাবলিক পরীক্ষার সনদ অনুসারে তিন বছর পর্যন্ত ( চাকুরীর বয়সসীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, বয়স্ক ভাতা বা অন্যান্য সরকারি সুবিধা অর্জনের/ প্রাপ্তির সময়সীমা ব্যতীত) | ফরম -২/পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ,বা এদের রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি, উনুমুক্ত বিশ্ববিদ্যালয় বা এর সমমানের সার্টিফিকেট এর ভিত্তিতে নয়, অন্যান্য প্রমাণাদ।
চাকরিরত ব্যক্তির জন্য; সার্ভিস বুকের কপি,মান্থলি পেমেন্ট অর্ডার,(MPO)চাকরির আইডি, উদ্বোধন কর্তৃপক্ষের অফিস স্বাক্ষর সম্মিলিত পত্র।
অন্যান্য পেশাজীবীদের জন্য জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রমাণিত পাসপোর্টের কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিকেল টেস্ট রিপোর্ট, চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ ,পরিবারের সকল, সদস্যর নাম পিতা মাতা ভাই বোনএর জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মের ক্রোম উল্লেখসহ পেনশন/ অবসর ভাতা বীর সত্যায়িত ফটোকপি, তদন্ত প্রতিবেদন। | ক |
১১ | লিঙ্গ পরিবর্তন |
| ফরম - ২ মেডিকেল সার্টিফিকেট, অন্যান্য প্রমাণাদি | ক |
ক্র নং | সংশোধনের ধরন | সংশোধনের বিবরণ | যে সকল বৈধ প্রমাণাদি এক বা একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে | আবেদনের শ্রেণী |
১২ | বৈবাহিক অবস্থা পরিবর্তন | স্বামী/ স্ত্রীর নাম সংযোজন/ বিয়োজন | বিবাহ রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট, হিন্দু ও অন্যান্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বিবাহ রেজিস্ট্রেশন না হয়ে থাকলে উভয়পক্ষ কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের এভিডেভিট, সন্তানের শিক্ষা সনদ ও আইডি কার্ড, বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, স্বামী/ স্ত্রীর মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রমাণাদি। | ক |
১৩ | জন্মস্থান পরিবর্তন |
| সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ, পাসপোর্ট এর কপি, জন্ম নিবন্ধন সনদের | ক |
১৪ | পেশা পরিবর্তন |
| নিয়োগপত্র, পেশা ভিত্তিক সনদ, সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ, অন্যান্য প্রমাণপত্র। | ক |
১৫ | দৃশ্যমান সনাক্তকরণ চিহ্ন পরিবর্তন |
| উপজেলা/ থানা নির্বাচন অফিসারের প্রতিবেদন/ মেডিকেল সনদ | ক |
১৬ | রক্তের গ্রুপ সংযোজন/ পরিবর্তন |
| রক্ত পরীক্ষার রিপোর্ট, অন্যান্য প্রমাণাদি | ক |
১৭ | ঠিকানা সংশোধন বর্তমান/ স্থায়ী |
| সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ, জমির দলিল, ইউটিলি বিল, জন্ম নিবন্ধন সনদ/ পাসপোর্ট, অন্যান্য দলিল, অন্যান্য প্রমাণাদি তদন্ত প্রতিবেদন। | ক |
১৮ | আর, এম,ও |
| সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ অন্যান্য প্রমাণাদি। | ক |
১৯ | টিআইএন নম্বর পরিবর্তন /সংশোধন |
| টিআইএন এর সত্যায়িত কপি | ক |
২০ | ড্রাইভিং লাইসেন্স নম্বর পরিবর্তন/ সংশোধন |
| ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত এর কপি | ক |
২১ | পাসপোর্ট নম্বর পরিবর্তন/ সংশোধন |
| পাসপোর্টের কপি/ অনলাইন পাসপোর্ট কপি | ক |
২২ | মোবাইল/ ফোন নম্বর পরিবর্তন |
| বিটিসিএল এর প্রত্যয়ন/ বিলের কপি/ রেজিস্ট্রেশন ফর্ম এর কবি, মোবাইল ফোন অপারেটর কর্তৃক প্রত্যয়ন পত্র | ক |

ক্র: নং | সংশোধনের ধরন | সংশোধনের বিবরণ | যে সকল বৈধ প্রমাণাদি ( এক বা একাধিক) বিবেচনায় নেওয়া যেতে পারে | আবেদনের শ্রেণী |
২৩ | স্বামী/-স্ত্রীর নাম সংযোজন/ বিয়োজন/ পরিবর্তন |
| স্বামী/ স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের কপি, বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ,স্বামী/ স্ত্রী/ সন্তানের পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, সন্তানের আইডি কার্ড, স্বামী/ স্ত্রীর মৃত্যু সনদ, তদন্ত প্রতিবেদন, অন্যান্য প্রমাণাদি। | খ |
২৪ | জন্ম তারিখ পরিবর্তন | পাবলিক পরীক্ষার সনদ অনুযায়ী চাকুরীর বয়সসীমা ,মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা ,বয়স্ক ভাতা বা অন্যান্য সুবিধা অর্জনের/ প্রাপ্তির বয়সসীমা ব্যতীত পাঁচ বছর পর্যন্ত সংশোধন | পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, বা এদের রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত, অনুলিপি জন্ম সনদ। চাকরি রত ব্যক্তির জন্য সার্ভিস বুকের কপি,মান্থলি পেমেন্ট অর্ডার,(MPO)চাকরির আইডি, উদ্বোধন কর্তৃপক্ষের অফিস স্বাক্ষর সম্মিলিত পত্র।
অন্যান্য পেশাজীবীদের জন্য জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রমাণিত পাসপোর্টের কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিকেল টেস্ট রিপোর্ট, চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ ,পরিবারের সকল, সদস্যর নাম পিতা মাতা ভাই বোনএর NID জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মের ক্রোম উল্লেখসহ পেনশন/ অবসর ভাতা বীর সত্যায়িত ফটোকপি, তদন্ত প্রতিবেদন।
| খ |
২৫ | শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন | সংশোধন /হালনাগাদ করতে চাইলে | পরিচয়পত্রধারী চাহিত শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি, শিক্ষাগত যোগ্যতা কমাতে চাইলে হলফনামা ও সরজমিনে তদন্ত প্রতিবেদন। | খ |
২৬ | অসমর্থতা |
| সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ/ যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদ। | খ |
২৭ | ধর্ম পরিবর্তন |
| বিবাহ নিবন্ধন সনদ, হলফনামা, তদন্ত প্রতিবেদন, প্রত্যায়ন পত্র, পিতা/ মাতার জাতীয় পরিচয় পত্র প্রয়োজনীয়/ জাতীয় পত্রিকায় বিজ্ঞাপনের কপি। | খ |
২৮ | বায়োমেট্রিক আপডেট | ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ, পরিবর্তন | ফিঙ্গারপ্রিন্ট, স্ক্যানারের সাহায্যে কেন্দ্রীয় তথ্য ভান্ডারে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে একই ব্যক্তির মর্মে নিশ্চিত হলে/ একই ব্যক্তি মর্মে উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তার প্রত্যায়ন পত্র | খ |

ক্র: নং | সংশোধনের ধরন | সংশোধনের বিবরণ | যে সকল বৈধ প্রমাণাদি ( এক বা একাধিক) বিবেচনায় নেওয়া যেতে পারে | আবেদনের শ্রেণী |
২৯ | নাম সম্পূর্ণ পরিবর্তন | পাবলিক পরীক্ষার সনদ বা যথাযথ সনদের ভিত্তিতে নাম সম্পূর্ণ পরিবর্তন | পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সন্তানের পাবলিক পরীক্ষার সনদ, ফরম -২ এ সংরক্ষিত স্বাক্ষর, তদন্ত প্রতিবেদন, অন্যান্য প্রমাণাদি, একই ব্যক্তি মর্মে উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন অন্যান্য প্রমাণাদি | গ |
৩০ | পিতা/ মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন হলে | পাবলিক পরীক্ষার সনদ বা যথাযথ সনদের ভিত্তিতে নাম সম্পূর্ণ পরিবর্তন | পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সন্তানের পাবলিক পরীক্ষার সনদ, ফরম -২ এ সংরক্ষিত স্বাক্ষর, তদন্ত প্রতিবেদন, অন্যান্য প্রমাণাদি, একই ব্যক্তি মর্মে উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন অন্যান্য প্রমাণাদি | গ |
৩১ | জন্ম তারিখ পরিবর্তন | পাবলিক পরীক্ষার সনদ অনুযায়ী চাকুরীর, বয়স সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, বয়স্ক ভাতা অর্জনের/ প্রাপ্তির বয়সসীমা ব্যতীত | ফরম -২/পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ,বা এদের রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি, উনুমুক্ত বিশ্ববিদ্যালয় বা এর সমমানের সার্টিফিকেট এর ভিত্তিতে নয়, অন্যান্য প্রমাণাদ।
চাকরিরত ব্যক্তির জন্য; সার্ভিস বুকের কপি,মান্থলি পেমেন্ট অর্ডার,(MPO)চাকরির আইডি, উদ্বোধন কর্তৃপক্ষের অফিস স্বাক্ষর সম্মিলিত পত্র।
অন্যান্য পেশাজীবীদের জন্য জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রমাণিত পাসপোর্টের কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিকেল টেস্ট রিপোর্ট, চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ ,পরিবারের সকল, সদস্যর নাম পিতা মাতা ভাই বোনএর জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মের ক্রোম উল্লেখসহ পেনশন/ অবসর ভাতা বীর সত্যায়িত ফটোকপি, তদন্ত প্রতিবেদন।
| গ |

ক্র: নং | সংশোধনের ধরন | সংশোধনের বিবরণ | যে সকল বৈধ প্রমাণাদি ( এক বা একাধিক) বিবেচনায় নেওয়া যেতে পারে | আবেদনের শ্রেণী |
৩২ | নাম সম্পূর্ণ পরিবর্তন | পাবলিক পরীক্ষার সনদ বা যথাযথ সনদের ভিত্তিতে নাম সম্পূর্ণ পরিবর্তন | পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সন্তানের পাবলিক পরীক্ষার সনদ, ফরম -২ এ সংরক্ষিত স্বাক্ষর, তদন্ত প্রতিবেদন, অন্যান্য প্রমাণাদি, একই ব্যক্তি মর্মে উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন অন্যান্য প্রমাণাদি | ঘ |
৩৩ | পিতা/ মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন হলে | পাবলিক পরীক্ষার সনদ বা যথাযথ সনদের ভিত্তিতে নাম সম্পূর্ণ পরিবর্তন | পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রণীত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সন্তানের পাবলিক পরীক্ষার সনদ, ফরম -২ এ সংরক্ষিত স্বাক্ষর, তদন্ত প্রতিবেদন, অন্যান্য প্রমাণাদি, একই ব্যক্তি মর্মে উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন অন্যান্য প্রমাণাদি | ঘ |
৩৪ | জন্ম তারিখ পরিবর্তন | পাবলিক পরীক্ষার সনদ অনুযায়ী চাকুরীর, বয়স সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, বয়স্ক ভাতা অর্জনের/ প্রাপ্তির বয়সসীমা ব্যতীত | ফরম -২/পি.ই.সি.ই/ জে.এস.সি / এস.এস.সি/সমান বা তদূর্ধ্ব সনদ,বা এদের রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি, উনুমুক্ত বিশ্ববিদ্যালয় বা এর সমমানের সার্টিফিকেট এর ভিত্তিতে নয়, অন্যান্য প্রমাণাদ।
চাকরিরত ব্যক্তির জন্য; সার্ভিস বুকের কপি,মান্থলি পেমেন্ট অর্ডার,(MPO)চাকরির আইডি, উদ্বোধন কর্তৃপক্ষের অফিস স্বাক্ষর সম্মিলিত পত্র।
অন্যান্য পেশাজীবীদের জন্য জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধনের পূর্বে প্রমাণিত পাসপোর্টের কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিকেল টেস্ট রিপোর্ট, চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ ,পরিবারের সকল, সদস্যর নাম পিতা মাতা ভাই বোনএর জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মের ক্রোম উল্লেখসহ পেনশন/ অবসর ভাতা বীর সত্যায়িত ফটোকপি, তদন্ত প্রতিবেদন।
| ঘ |

জাতীয় পরিচয় পত্র NID বা তথ্য উপাত্ত সংশোধনের আবেদন ফরম নং -২
COMMENTS