ভূমিকম্পের সময়ে করণীয় What to do during to earthquake ভূমিকম্পের সময় সতর্কতা Precautions during earthquakes ভূমিকম্পের সময় কি কি করা ...
ভূমিকম্পের সময়ে করণীয় What to do during to earthquake
ভূমিকম্পের সময় সতর্কতা Precautions during earthquakes
ভূমিকম্পের সময় কি কি করা উচিত নয়।
ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার।
ভূমিকম্প থেকে পাচার উপায়।
ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি।
ভূমিকম্প হলে সর্ব প্রথমে কোন প্রাণী বুঝতে পারে।
ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি।
ভূমিকম্পের সময় করণীয়।
ভূকম্পন অনুগত হলে আতঙ্কিত হবেন না।
ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল ডেস্ক বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নিন।
রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন।
বিম, কলম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।
শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা টেবিলের নিচে আশ্রয় নিন।
ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাই স্থানে আশ্রয় নিন।
গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভীড় কিংবা ধাক্কাধাক্কি না করে দু হাতে মাথা ঢেকে বসে পড়ুন।
চাপা পড়লে বেশি নড়াচড়া করার চেষ্টা করবেন না, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলাবালিতে না ঢুকে সেভাবে মুখ ঢাকুন।
একবার কম্পন হওয়ার পর আবারো কম্পন হতে পারে তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন।
উপর তলায় থাকলে কম্পন বা ঝাকুনি না থাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করে লাফ দিয়ে বা লিভ ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।
কম্পন বা ঝাকুনি থামলে সিড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে আশ্রয় নিন।
গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন, ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভিতর থাকুন।
ব্যাটারি চালিত রেডিও, টসলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বাড়িতে রাখুন।
বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন।
ভূমিকম্পন হলে সর্বপ্রথম যেটা করণীয় সেটা হল মাথা ঠান্ডা রাখা/ উত্তেজিত না হওয়া। এটা জরুরী এইজন্য যে, উত্তেজিত হলে করণীয় বিষয় কি তা ঠিক করা কঠিন হবে। ভয় দ্রুত সংক্রমণ বলে বিপদের মুহূর্তে একজনের সামান্য কথা/ কাজ দ্রুত অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে প্যানিকের মত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
The first think to do in case of an earthquake is to keep to a cool head don't existed. This is an important because it can be difficult to decide what to do when excited. Fear is contagious because in a moment of danger, one's small word actions can quickly spread to others, causing panic like situations.
ভূমিকম্পের সময় আপনি যদি বাসা/ অফিস অর্থাৎ দালানকোঠার মধ্যে অবস্থান করেন, তবে নিচের বিষয়গুলো মনে রাখবেন।
ভূমিকম্পের সময় দ্রুত বাসা থেকে বের হওয়ার চেষ্টা না করে বরং দ্রুত ডাইনি/ পড়ার টেবিল/ খাটের নিচে আশ্রয় নিন। যেখানে হাটুকে কোলের কাছে এনে মাথা গোড়ালির উপর রেখে হাত মাথার পিছনে রেখে অবস্থান করুন।
ভূমিকম্পের সময় যদি ডাইনিং/ পড়ার টেবিল/ খাট না থাকে, তবে জানালা হতে দূরে ঘরের দেওয়ালের কর্নারে বা এমন জায়গায় যেখানে বুক সেল/ফ আসবার পত্র ইত্যাদি কাত হয়ে না পড়তে পারে, সেখানে অবস্থান করুন।
ভূমিকম্পের সময় জানালার কাচ/ ঘরের আয়না বা এই জাতীয় জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন।
ভূমিকম্পের সময় জানালার কাজ/ ঘরের আয়না বা এই জাতীয় জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুনহঠাৎ করে ছুটে আসা নানান বস্তু হতে আপনার মুখ/ মাথা কে রক্ষা করার জন্য পারলে বালিশ/ কম্বল/ পত্রিকা/ ছোট বাক্স দিয়ে মুখমণ্ডল কে আড়াল করুন।
ভূমিকম্পের সময় কখনোই তাড়াহুড়া করে বাসা হতে বের হতে যাবেন না সিঁড়ির বিধ্বস্ত হতে পারে।
ভূমিকম্পের সময় বাসা হতে দ্রুত বের হওয়ার Exit থাকলে সেটা ব্যবহার করুন। কখনোই লিফট ব্যবহার করবেন না কেননা বিদ্যুৎ বন্ধ হয়ে লিফট বন্ধ হয়ে আপনি সেখানে আটকা পড়তে পারেন।
ভূমিকম্পের সময় সম্ভব হলে গ্যাসের চুলা নিভিয়ে দিনG
ভূমিকম্পের সময় আপনি যদি বাইরে অবস্থান করেন, তবে দ্রুত ফাঁকা স্থান দেখে সেখানে অবস্থান করুন যতক্ষণ না কম্পন না থামে। চেষ্টা করুন বিল্ডিং/ গাছপালা/ বিদ্যুৎ- এর খুঁটি/ লাইট পোস্ট হতে দূরে থাকতে। কম্বলের সময় এক জায়গাতে বসে হাঁটুকে কোলের কাছে এনে মাথা গোড়ালির উপর রেখে হাত মাথার পিছনে রেখে অবস্থান করুন।
ভূমিকম্পের সময় আপনি যদি গাড়ি চালানো অবস্থায় থাকেন, তবে সাবধানতার সাথে গাড়ি থামিয়ে দ্রুত ফাঁকা স্থান দেখে গাড়িতেই অবস্থান করুন। চেষ্টা করুন বিল্ডিং/ গাছপালা/ বিদ্যুৎ এর খুঁটি/ লাইক পোস্ট হতে দূরে থাকতে।
ভূমিকম্পের পর করণীয়
সু স্থির থাকুন।উত্তেজিত না হয়ে আশেপাশের অন্যদেরকে অভয় দিন।
ভূমিকম্পের সময় আগুন তৈরি করতে পারে এমন কিছু থেকে সরাসরি বিরত থাকুন যেমন ম্যাচ জালানো/ সিগারেট ধরানো/ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু করা/ গ্যাসের চুলা চালানো। বরং এ জাতীয় কিছু কোথাও থাকলে তা দ্রুত বন্ধ করুন এবং নিভিয়ে দিন।
COMMENTS