শিশু যে ক্লিনিক বা হাসপাতালে জন্ম হয়েছে তার সার্টিফিকেট বা ছাড়পত্র। কোন হাসপাতালে জন্মগ্রহণ না করলে তথ্য সংগ্রহকারী হিসেবে নিবন্ধন কর্...
শিশু যে ক্লিনিক বা হাসপাতালে জন্ম হয়েছে তার সার্টিফিকেট বা ছাড়পত্র। কোন হাসপাতালে জন্মগ্রহণ না করলে তথ্য সংগ্রহকারী হিসেবে নিবন্ধন কর্তৃক নির্দিষ্ট করা কোন এনজিও কর্মীর প্রত্যয়ন পত্র। এগুলো সম্ভব না হলে নিবন্ধকের জন্ম সংক্রান্ত কোনো দলিলের সত্যায়িত অনুলিপি।পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের নম্বরসহ ফটোকপি ।
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়াদির বিবরণ
জন্ম নিবন্ধন আবেদনের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র
বয়স ০ হতে ৪৫ দিন হলে
- ইপিআই টিকার কার্ড
- পিতা-মাতার অনলাইনে জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র কার্ড
- বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারী দাখিলা
- আবেদনকারী অভিভাবকের মোবাইল নাম্বার
- ফরমের সাথে এক কপি পাসপোর্ট সাইজ ছবি
বয়স ৪৬ দিন হতে ৫বছর হলে
- ইপিআই টিকার কার্ড
- স্বাস্থ্যকর্মীর প্রত্যয়ন
- পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্রের কার্ড
- প্রয়োজন ক্ষেত্রে স্কুল প্রদানের শিক্ষকের প্রত্যয়নসহ বিদ্যালয়ে অধ্যায়ন
- বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারী দাখিল
- আবেদনকারী অভিভাবকের মোবাইল নম্বর
- ফরমের সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি
বয়স ০৫ পাঁচ বছরের অধিক হলে
শিক্ষা যোগ্যতার সনদপত্র (পিএসসি, এসএসসি), হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন স্বাক্ষর সহজ সিল নিতে হবে।
উল্লেখযোগ্য যে যাদের জন্ম ০১.০১.২০০১ বা এরপর সেক্ষেত্রে পিতা-মাতার পরিচয় পত্র বাধ্যতামূলক।
যাদের জন্য ০১.০১.২০০১ এর পূর্বে এবং পিতা-মাতা মৃত্যু হলে তাদের জন্ম সনদ প্রয়োজন নেই।
কিন্তু অনলাইনে মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ উভয় সনদ আবেদনপত্রে দাখিল করতে হবে।
বাসার ফোল্ডিং নাম্বার ও চৌকিদারী দাখিলা।
আবেদনকারী অভিভাবকের মোবাইল নাম্বার।
সাথে এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্ট পত্র সরকারি বিদ্যালয় এর প্রধান শিক্ষক সত্যায়িত করতে হবে।
আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্ট পত্র আবেদনের সাথে জমা করতে হবে।
উপরোক্ত চাহিত ডকুমেন্ট ছাড়া আবেদনপত্র কোন প্রকার গ্রহণযোগ্য নয় ।
জন্মনিবন্ধন করতে কি কি প্রয়োজন এক নজরে দেখে নিন!!
একটি শিশুর জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করতে সরকারের নির্দেশ রয়েছে এতে লাগবেনা কোন ফি। সন্তান হাসপাতালে জন্মগ্র্রহণ করলে ডাক্তার এর নিবন্ধন বা প্রেসক্রিপশন দিয়ে জন্মসনদ করা যায় খুব সহজেই। সাথে প্রয়োজন বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানার প্রশাসনিক ইউনিয়ন মেম্বার বা কাউন্সিলরের স্বাক্ষর। স্থানীয় কাউন্সিলর দপ্তরে সকল তথ্যাদি জমা দিয়ে বিনা ফিতে খুব সহজেই মিলবে শিশুর জন্মসনদ।
জন্মসনদ ঃ
জন্মসনদ বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় একটি কাগজ। যা সরকারের কাছে তথ্য জমা থাকে অনলাইনে। অনলাইন থেকে প্রিণ্ট করে বিদ্যালয় ভর্তি, ডাক্তার দেখানোর প্রয়োজনে, বহির্গমনের জন্য পাসপোর্ট বানাতে, শিক্ষাবৃত্তি পেতে, শিক্ষার্থী ব্যাংক একাউন্ট করতে, শিক্ষার্থী পরিচয়পত্র পেতে, বাবা মায়ের বর্তমানে বা অবর্তমানে পরিচয় পেতে এমনকি প্রাপ্তবয়সে জাতীয় পরিচয়পত্র পেতে ও প্রয়োজন এই জন্মসনদ।
অনলাইনে কিভাবে জন্মসনদ করতে হয়ঃ
COMMENTS