প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নথি নং -৪৯.০০.০০০০.০৪৪.১৮.১৫৪.২০২১ - ২৩৫ জাপান যেতে সরকারিভ...
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
নথি নং -৪৯.০০.০০০০.০৪৪.১৮.১৫৪.২০২১ - ২৩৫
জাপান যেতে সরকারিভাবে খরচ হয়
বাংলাদেশ হতে জাপানে যাওয়ার জন্য কর্মী নিয়োগের জন্য সরকারিভাবে যে সকল খরচ হয় সেভাবে তুলে ধরা হলো ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিস আদেশে বাংলাদেশ হতে জাপানের কর্মী প্রেরণ প্রক্রিয়া গতিশীল করা এবং আর্থিক লেনদেনের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থা নিম্নরূপভাবে নির্ধারণ করা হলো।
সরকারিভাবে জাপানে যাওয়ার জন্য টিটিসি কেন্দ্রগুলোর মাধ্যমে আপনাকে প্রশিক্ষণ নিয়ে জাপানে যাওয়ার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি যদি টিটিসি কেন্দ্রের মাধ্যমে ছয় মাস ক্যানিং সম্পন্ন করতে পারেন তাহলে পরবর্তীতে আইএম জাপান পরীক্ষা দিয়ে আপনি জাপান যাওয়ার জন্য নির্বাচিত হতে পারেন।
- জাপানি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে
- প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০
- শিক্ষাগত যোগ্যতা এসএসসি
- উচ্চতা কমপক্ষে ১৬০ হতে হবে
- জাপানে যারা পূর্বে ছিলেন তারা আবেদন করতে পারবেন না
আই এম জাপান কর্তৃক টেকনিক্যাল ইন্টার নিয়োগের চাহিদা পত্র প্রয়োগ করা হলে তা বিজ্ঞপ্তি আকারে পত্রিকায় প্রকাশ করা হয় এবং উল্লেখিত শর্তসাপেক্ষে জাপানে টেকনিকেল ইন্টার্ন হিসেবে (০৫) পাঁচ বছরের জন্য কাজ করতে আগ্রহিক প্রার্থীকে ওয়েবসাইট হতে আবেদন ফরম ডাউনলোড করে পূরনপূর্বক বি এম ই টি কর্তৃক নির্ধারিত ইমেল ঠিকানায় প্রেরণ করতে হয়। আবেদিত ফরম সমূহ যাচাইবাছাই করে প্রার্থীদের প্রাথমিকভাবে যাচাই-বাছাই পরীক্ষা অংশগ্রহণের জন্য তাদের মোবাইল ফোনে মেসেজ প্রেরণ করা হয়। মোবাইল ফোনে মেসেজ চাপ তো প্রার্থীদেরকে নির্ধারিত সময় ও তারিখ বিএমইটি কর্তৃক মনোনীত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বর্ণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হয়।
- জাপানি ভাষায় পর্যাপ্ত দক্ষতা সংক্রান্ত মূল সনদ সহ ১ সেট ফটোকপি
- সদ্য তোলা (০২) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- মূল জাতীয় পরিচয় পএ অথবা জন্ম সনদ
- জীবন বৃত্তান্ত
আই এম জাপান প্রতিনিধি একদল কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত টেকনিকেল ইন্টারনেট পরবর্তীতে গণিত ও জাপানি বর্ণমালা এবং শারীরিক যোগ্যতা বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।
গণিত ও জাপানি বর্ণমালা এবং শারীরিক যোগ্যতা বিষয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে পর্যায়ক্রমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রে ৬ মাস মেয়াদী ফ্রি প্রি - ডিপার্চার ট্রেনিং অংশগ্রহণ করতে হয়।
অনেকের প্রশ্ন করে থাকেন
- বেসরকারিভাবে জাপান যাওয়ার উপায়
- জাপানের সর্বনিম্ন বেতন কত
- জাপানের সার্কুলার কবে হবে
- জাপানি ভিসা কিভাবে পাওয়া যায়
- জাপান যেতে কত টাকা খরচ লাগে
- স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার উপায়
- জাপান ওয়ার্ক পারমিট ভিসা
- বাংলাদেশ থেকে জাপানের দূরত্ব
- জাপানি কোন কাজের চাহিদা বেশি
- সরকারিভাবে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র কোথায়
উক্ত প্রি - ডিপার্চার ট্রেনিং সফলভাবে সম্পূর্ণকারী টেকনিক্যাল ইন্টার হিসেবে প্রথম ০৩ (তিন) বছরের চুক্তিতে জাপান গমন করে থাকেন।(০৩) তিন বছরের চুক্তি সফলভাবে সম্পূর্ণ কারীদের চাকুরীর মানসঞ্চরজনক, কর্ম ক্ষেত্রে সফলতা এবং কোম্পানির চাহিদার ভিত্তিতে চুক্তি আরো (০২) দুই বছরের জন্য নবায়ন করা হয়।
প্রি - ডিপার্চার ট্রের্নিং ও থাকা বাবদ কোন খরচ প্রার্থীকে বহন করতে হয় না। তবে খাওয়া বাবদ খরচ প্রার্থীকে বহন করতে হবে।
জাপানের টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো অভিবাসন ব্যয় কর্মীদের নিকট হতে গ্রহণ করা হবে না। শুধুমাত্র পাসপোর্ট তৈরি, মেডিকেল ফি এবং বহির্গমন ছাড়পত্র সংক্রান্ত ফি কর্মীদের বহন করতে হয়।
COMMENTS