গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট অনু বিভাগ -১ নং০৭.১০১. ০২০.০০.০০.০০২.২০২৩-৪১৮ হিসাব মহা নিয়ন্ত্রক বাংলা...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট অনু বিভাগ -১ নং০৭.১০১. ০২০.০০.০০.০০২.২০২৩-৪১৮
হিসাব মহা নিয়ন্ত্রক বাংলাদেশ, ঢাকা
২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বরাদ্দের বিস্তারিত বিভাজন প্রেরণ। প্রত্যেক খাত এর বিপরীতে ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত বরাদ্দ হিসেবে উল্লেখিত অর্থের অতিরিক্ত কোন ব্যয় বিল গ্রহণ না করার জন্য । তবে এক কর্তৃত্ব জারির পর যে সকল খাতে অর্থ বিভাগ করতে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে সে সকল অতিরিক্ত বরাদ্দ এর সংশোধিত কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে। উল্লেখ্য যে সব খাতে ২০২২-২০২৩ অর্থবছরের মূল মঞ্জুরী অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেট বরাদ্দ করা হয়েছে এবং পরবর্তীতে করা হবে সে সকল খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে সম্পূরক অতিরিক্ত আর্থিক বিবৃতির মাধ্যমে যথাসময়ে নিয়মিত করা হবে।
উল্লেখ্য ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত কর্তৃক অনুযায়ী মন্ত্রণালয় বিভাগ উন্নয়নের প্রতিষ্ঠান অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অনুবাদ্য প্রকল্পে জি ও বি অংশের বরাদ্দর অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ এবং প্রশাসনিক মন্ত্রণালয় বিভাগের কোন সম্মতির প্রয়োজন হবে না। উক্ত অর্থ সংক্রিয়ভাবে ছাড় হয়েছে বলে গণ্য হবে।প্রকল্প পরিচালকগণ এ অর্থ সরাসরি ব্যবহার করতে পারবেন। তবে সংশোধিত অনুমোদিত অনুমোদিত প্রকল্পসমূহ সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সমূহের প্রকল্পের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ কর্তৃক জারিত উন্নয়ন প্রকল্প সমূহের অর্থ অবভমুক্তি ও ব্যবহার নির্দেশিকা ২০১৮ এর বিদ্যমান পদ্ধতি অপরিবর্তিত থাকিবে।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশোধিত প্রেরণ করা হলো । যেসব ক্ষেত্রে মূল মঞ্জুরীর পরিমাণ সংশোধিত বরাদ্দ হতে বেশি এবং ইতিমধ্য সংশোধিত বরাদ্দে তুলনায় বেশি অর্থ ছাড় কিংবা ব্যবহার হয়েছে সেসব ক্ষেত্রে সংশোধিত বরাদ্দের তুলনায় যে পরিমাণ অর্থ বেশি ছাড় কিংবা ব্যবহার হয়েছে সেই পরিমাণ অর্থ অবিলম্বে সমাপন সরকারি কুসাগারে জমা প্রদান করতে হবে।
COMMENTS