২০২৩-২০২৪ বাজেটে একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন ট্যাক্স কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে ব্যক্তিগত গাড়িতে কার্বন ট্যাক্স বসানোর পরিকল্পন...
কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে ব্যক্তিগত গাড়িতে কার্বন ট্যাক্স বসানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গাড়ির মালিককে একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন ট্যাক্স। অর্থাৎ, আগামী অর্থ বছরে এক ব্যক্তির মালিকানায় একাধিক গাড়ি থাকলে গাড়ির রেজিষ্ট্রেশন নবায়নকালে দেড়গুণ হারে উৎস করের পাশাপাশি কার্বন ট্যাক্স ও দিতে হবে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে ব্যক্তিগত গাড়ির সিসি ভেদে রেজিষ্ট্রেশন ও ফিটনেস নবায়নকালে উৎস কর আদায় করা হয়ঃ ১৫০০ সিসির ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), ১৫০০ থেকে ২০০০ সিসির গাড়ির ক্ষেত্রে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা), ২০০০ থেকে ২৫০০ সিসির গাড়ির জন্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসির গাড়ির জন্য ১,২৫,০০০/- (এক লাখ পঁচিশ হাজার) টাকা, ৩০০০ থেকে ৩৫০০ সিসির গাড়ির জন্য ১,৫০,০০০/- (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা । এ উৎসে কর আদায় করা হয় প্রতি বছরে প্রতি গাড়ির মালিকানা অনুযায়ী । এক ব্যক্তির নামে একাধিক গাড়ি থাকলে দ্বিতীয় গাড়ির জন্য দেড়গুণ হারে উৎসে কর দিতে হয় ।
গাড়ির মালিককে একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন ট্যাক্স // If there are multiple vehicles The Car owner has to pay Carbon Tax !!
সূত্র তথ্য অনুযায়ী, আগামী অর্থ বছরে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে একাধিক গাড়িতে উৎসে কর বসানো হচ্ছে । এ কর নিজ নামে দুটি গাড়ি বিআরটিতে নিবন্ধিত আছে এমন মালিকদের দিতে হবে। কেউ তথ্য গোপন করলে আয়কর অধ্যাদেশ অনুযায়ী শাস্তি মেনে নিতে হবে। ২০১৫ সালের মে মাসের ১৭ তারিখ এনবিআরের আয়কর বিভাগ একই মালিকানাধীন একাধিক গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির অগ্রিম কর নিয়মিত আয়করের অতিরিক্ত ৫০ শতাংশ ধার্য করে প্রজ্ঞাপন জারি করে। পরে সেটি আয়কর অধ্যাদেশে যুক্ত করা হয়। সেই থেকে আজ অবধি এ বিধান কার্য আছে। গত বছরের ২৩ জুন জাল টিআইএন সনদ গাড়ি রেজিষ্ট্রেশন, কর ফাঁকি বন্ধে এনবিআর- বিআরটিএ সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির আওতায় এনবিআর - বিআরটিএ উভয় সার্ভারেই করে গাড়ির মালিকদের তথ্য সরবরাহ করেছে। বর্তমানে প্রতিটি সার্কেলই গাড়ির মালিকদের রিটার্নের তথ্য যাচাই-বাছাই করছেন। সূত্রঃ যুগান্তর ১২/০৫/২০২৩।
দেশের আয়তন অনুযায়ী বিশাল জনগণের বসবাস এই বাংলাদেশে । বহুল জনসংখ্যার এই দেশে বায়ু দূষণ কমাতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকারের এই নীতি বেশ কার্যকর ভূমিকা পালন করবে। অতিরিক্ত কার্বন নিঃসরণে বায়ু দূষণ হবে তাই গাড়ির অতিরিক্ত ব্যবহার করলে অর্থাৎ একই মালিকানায় একের অধিক গাড়ি ব্যবহার করলে দিতে হবে অতিরিক্ত উৎসে কর, যাতে সরকার পরিবেশ ব্যবস্থাপণায় খরচ করতে পারে । তাই একের অধিক গাড়ি একজন মালিকের নামে থাকলে তাকে অবশ্যই দিতে হবে কার্বন ট্যাক্স ।
COMMENTS